নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণভাবে। গত বিশ্বকাপের মতো এবারও পাকিস্তানকে হারিয়ে দিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। যদিও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে তাদের। এখনো টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ বাকি রয়েছে মেয়েদের। যেখানে ভারত, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হবে জ্যোতিদের। সেরা চারের লড়াইয়ে থাকতে হলে অন্তত আরও তিনটি ম্যাচ জিততে হবে।
যদিও কাজটা একেবারে সহজ নয়। তবুও সেমিফাইনালের স্বপ্ন দেখছেন বাংলাদেশের মেয়েরা। এ প্রসঙ্গে রাবেয়া বলেন, ‘দুইটা ম্যাচ না আমাদের লক্ষ্য সেমিফাইনালে যাওয়া। আমরা এখানে দুইটা ম্যাচ জিততে আসিনি। আমরা ম্যাচ জিততে এসেছি। শুধুমাত্র দুইটা না, আমরা চার-পাঁচটা ম্যাচ জেতার জন্য এসেছি। ইনশাআল্লাহ দেখা যাক, বিশ্বকাপটা আমরা কীভাবে শেষ করতে পারি।’
প্রথম ম্যাচে পাকিস্তানকে সহজে হারালেও ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। তবে পরিসংখ্যান ও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইংলিশদের বেশ ভালোভাবেই চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় ১০৩ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। তবে হেইদার নাইটের হাফ সেঞ্চুরিতে জিতে নেয় তারা। যদিও স্বর্ণা আক্তারের লুফে নেয়া ক্যাচে বিতর্কিত সিদ্ধান্ত না দিলে জিততেও পারতো বাংলাদেশ। সেই ম্যাচে হারলেও সেটার আত্মবিশ্বাস নিয়ে এগোতে চান তারা।
রাবেয়া বলেন, ‘ইনশাআল্লাহ, দলের সবাই আত্মবিশ্বাসী আছে। গত ম্যাচে আমরা যেভাবে ফাইট দিয়েছি ওই আত্মবিশ্বাসটা সবার ভেতর এখনো কাজ করে। ম্যাচের ফলাফল যেটাই হোক না কেন মেয়েদের আত্মবিশ্বাস এবং এফোর্ট ছিল। ইনশাআল্লাহ, পরবর্তী ম্যাচ আমরা জিতব।’
পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদের হারাতে আত্মবিশ্বাসীরা রাবেয়ারা। তিনি বলেন, ‘ইংল্যান্ডের সাথে আমরা এত ভালো একটা ম্যাচ খেলেছি, ফাইট করেছি। একটা সময় মনে হয়েছিল আমরা হয়ত জিতে যাব। আমরা চাইব, আমাদের সবার বিশ্বাস নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা...যেহেতু নিউজিল্যান্ডের সাথে আমাদের পরের ম্যাচ। আমাদের ব্যাটিং-বোলিংয়ে স্ট্রেন্থ আছে অবশ্যই সেটা নিয়ে আমরা ভালো খেললে আমরা জিতব।’