বিসিবিকে ধুয়ে দিলেন বুলবুল

ছবি:

'আসলে আইসিসির সাথে আমি অনেক বছর ধরেই কাজ করছি। আর বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে অনেক বছর ছিলাম। তাই পার্থক্যটা আমি অবশ্যই বুঝতে পারি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা আইসিসির সুবাদে চায়না, মালয়শিয়া, আফগানিস্তান বা নেপালের সঙ্গেও কাজ করতে হয়েছে আমাকে।'
ক্রিকবাজকে এভাবেই নিজের অভিজ্ঞতার বুলি শোনাচ্ছিলেন দেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেট নিয়ে তার দৃষ্টি ভঙ্গির কথাও।
'আসলে আমি যা বলতে চাচ্ছি আমাদের সাম্প্রতিক সময়ের খেলাটা মিরপুর স্টেডিয়ামেই সীমাবদ্ধ। জাতীয় লীগ, অনূর্ধ্ব-১৯ দল, ডিপিএল বা বিপিএলের বাইরে আমি কিছুই দেখি না। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে ক্রিকেটারদের আরও পটেনশিয়াল হওয়া দরকার, যা শুধুমাত্র এসব খেলেই সম্ভব না।'

সাম্প্রতিক সময়ে টাইগারদের বাজে পারফর্মেন্সেই আস্থা হারাচ্ছেন বুলবুল। একইসঙ্গে আস্থা হারাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি। মূলত জাতীয় ক্রিকেট লীগে বিসিবির অনীহাই চোখে পড়েছে বুলবুলের।
'জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ফাইনাল আমি মাঠে বসে দেখেছিলাম। আমি অবাক হয়েছি, কেননা মাঠে বিসিবির অফিসিয়াল কেউ ছিল না! অথচ বিপিএলে বোর্ড কর্মকর্তাদের ভীষণ ভিড় ছিল।
'কিন্তু এনসিএলের প্রাধান্য অবশ্যই আগে। যেটা আমরা ভুলতে বসেছি। কিছু ক্রিকেটার বাদে এখনো অনেকে এনসিএলে খেলতেই চায়না। ক্রিকেট বোর্ডের দৃষ্টিভঙ্গি এখানেই বোঝা যায়।'