promotional_ad

আমাদের আতঙ্ক লেগ স্পিন

promotional_ad

লেগ স্পিনের বিপক্ষে বাংলাদেশের দুর্বলতা আলোয় আসে ২০১৬ সালের সেপ্টেবরে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রাশিদ খানের বিপক্ষে রান তুলতেই পারে টাইগারদের উপরের সারির ব্যাটসম্যানরা।


এক মাস পরেই ইংল্যান্ডের আদিল রশিদ তার লেগ স্পিনে বাংলাদেশের পরীক্ষা নেন। মিডেল ওভারে এসে নিয়মিত উইকেট নিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন লেগ স্পিনে বাংলাদেশের দুর্বলতা।


২০১৭'র শুরুতে নিউজিল্যান্ডের ইশ সোধি, শ্রীলঙ্কা সফরে রিস্ট স্পিনার সান্দাকান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া অ্যাডাম জ্যাম্পার বিপক্ষেও নড়বড়ে মনে হয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের। 


দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশি ব্যাটসম্যানদের ডিফেন্সের পরীক্ষা নিয়েছেন ইমরান তাহির। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েনয়ি সিরিজে টাইগারদের লেগ স্পিন দুর্বলতা বিবেচনা করেই বুড়ো জীবন মেন্ডিসকে দলে ফিরিয়েছেন চণ্ডিকা হাথুরুসিংহে।



promotional_ad

দলে ফিরেই দুই উইকেট নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে। এবার নিদাহাস ট্রফিতেও সেই পুরনো শত্রু লেগ স্পিন সামলাতে হবে বাংলাদেশকে। দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কার জীবন মেন্ডিস ও ভারতের আছে যুগেন্দ্র চাহাল।


ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ম্যাচেই মেন্ডিস সীমিত ওভারের ক্রিকেটে লেগ স্পিনের মর্ম বুঝিয়েছেন। মাত্র তিন ওভারে ৭ করে রান খরচা করেছিলেন তিনি। মিডেল ওভারে গুরুত্বপূর্ণ সময়ে পান্ডেকে বিদায় করে ভেঙ্গেছেন জুটি।


শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে প্রথম ম্যাচ হারলেও নিজের দায়িত্বটা পালন করেছেন চাহাল। মিডেল ওভারে এসে দুই উইকেট নিয়েছেন তিনি। প্রায় হেরে যাওয়া ম্যাচে  ভারতকে জয়ের মৃদু আশা দেখিয়েছেন লেগ স্পিনার চাহাল।


নিদাহাস ট্রফিতে অনভিজ্ঞ ভারতের বোলিং লাইন আপ চাহালের ঘূর্ণিতেই সাফল্য খুজবে। কারন জয়দেব উনাদকাট, সারদিল ঠাকুর, ওয়াসিংটন সুন্দররা আন্তর্জাতিক ক্রিকেটে সবে মাত্র পা দিয়েছে। 



অন্যদিকে লঙ্কান বোলিং আক্রমণে তরুন দুই পেসার প্রদিপ ও চামারা জোরে বল করতে পারলেও ওদের বোলিংয়ে রান আদায় করে নেয়া সম্ভব। অভিজ্ঞ পেরেরার ডেথ ওভারের বোলিংয়ের সাথে মিডেল ওভারে জুটি ভাঙ্গার দায়িত্ব সামলাবেন ওই লেগ স্পিনার মেন্ডিসই।


সাকিব বিহীন বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারকে বড় স্কোর তুলতে শ্রীলঙ্কা ও ভারতের লেগ স্পিনের বিপক্ষে ভালো খেলতে হবে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball