শুরুতেই সাইফউদ্দিনের আঘাত

ঢাকা প্রিমিয়ার লীগ
শুরুতেই সাইফউদ্দিনের আঘাত
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকাল ৯টায় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মুখোমুখি হয়েছে শুভাগত হোমের শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং ইলিয়াস সানির শেখ জামাল।

এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শেখ জামাল অধিনায়ক ইলিয়াস সানি। এরপর ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সৈকত আলি এবং হাসানুজ্জামান মিলে ভালো সূচনা করলেও ৩৭ রানের মাথায় শেখ জামাল শিবিরে প্রথম আঘাত হানেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

২৩ রান করা ওপেনার সৈকতকে নাইম ইসলাম জুনিয়রের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তিনি। এরপর মাত্র এক রানের ব্যবধানে নতুন ক্রিজে নামা ভারতীয় ব্যাটসম্যান জালাল সাক্সেনাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন সুজন হাওলাদার। 

সাক্সেনার বিদায়ে সাময়িক বিপদে পড়লেও ইতিমধ্যে হাসানুজ্জামান এবং জিয়াউর রহমানের ব্যাটে উঠে দাঁড়াচ্ছে শেখ জামাল ধানমন্ডি দলটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত শেখ জামালের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ৯৯ রান (১৪ ওভার)। ক্রিজে ৪১ এবং ৩১ রান নিয়ে ব্যাট করছেন হাসানুজ্জামান এবং জিয়াউর। 

শাইনপুকুর ক্রিকেট ক্লাব- 

সাদমান ইসলাম, উদয় কাউল, ফারদিন হাসান অনি, তৌহিদ হৃদয়, আব্দুল গাফফার, আফিফ হোসেন, শুভাগত হোম (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, নাইম ইসলাম জুনিয়র,  রায়হান উদ্দিন, সুজন হাওলাদার। 

শেখ জামাল ধানমন্ডি ক্লাব- 

সৈকত আলি, হাসানুজ্জামান, জালাল সাক্সেনা, জিয়াউর রহমান, সোহাগ গাজি, ইলিয়াস সানি (অধিনায়ক), তানবির হায়দার, কাজি কামরুল ইসলাম, মাহমুদুল হক, রবিউল হক, সাজেদুল ইসলাম।

আরো পড়ুন: this topic