নতুন বেতন কাঠামোতে কোহলি-ধাওয়ানদের চমক

ছবি:

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। টাকার অঙ্কে কোহলিদের বেতন তাই সবচেয়ে বেশি হওয়ার কথা। তবে, এই তালিকায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের চেয়ে কিছুটা পিছিয়ে ভারতীয়রা।
তবে, ২০১৭-১৮ সালের বেতন কাঠামো ঘোষণার পর কিছুটা আক্ষেপ ঘুচেছে ভারতীয় ক্রিকেটারদের। কারণ তাদের বেতন বেড়েছে প্রায় ৫ কোটি রুপি। মোট ২৬ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
যদিও, আগেরবার এই সংখ্যাটা ছিল ৩২ জনের। এদিকে, তিন ফরম্যাটের ক্রিকেট খেলেন এমন শীর্ষ পাঁচ ক্রিকেটারকে নিয়ে নতুন 'এ' প্লাস শ্রেণী চালু করেছে বিসিসিআই।
বেতন কাঠামোতে নতুন চালু করা এ প্লাস ক্যাটাগরিতে জায়গা পাননি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি।
প্রথম বারের মতো এ প্লাস ক্যাটাগরিতে জায়গা পাওয়া পাঁচ খেলোয়াড় হলেন ভিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার।

এই পাঁচজনের প্রত্যেকে সাত কোটি রুপি করে পাবেন। যা বাংলাদেশের অর্থের পরিমাপে দাঁড়ায় প্রায় ৯ কোটি টাকা। এ শ্রেণীতে থাকা অশ্বিন, ধোনী ও জাদেজারা পাবেন ৫ কোটি রুপি।
বি শ্রেণীর খেলোয়াড়রা পাবেন ৩ কোটি রুপি করে। আর সি শ্রেণীর খেলোয়াড়রা পাবেন ১ কোটি রুপি করে। এই চুক্তির মেয়াদ ধরা হবে ২০১৭ সালের অক্টোবর থেকে। শেষ হবে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে।
বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া খেলোয়াড়রা
১. এ+ (সাত কোটি ভারতীয় রুপি): ভিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, জ্যাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার।
২. এ (পাঁচ কোটি ভারতীয় রুপি): মহেন্দ্র সিং ধোনি, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে।
৩. বি (তিন কোটি ভারতীয় রুপি): উমেশ যাদব, লোকেশ রাহুল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, ইমান্ত শর্মা, দিনেশ কার্তিক।
৪. সি (এক কোটি ভারতীয় রুপি): সুরেশ রায়না, কেদার যাদব, মনিশ পান্ডে, আক্সার প্যাটেল, করুন নায়ার, পার্থিব প্যাটেল, জয়ন্ত যাদব।