সামর্থ্য প্রমাণের সুযোগ চান লিটন

ছবি:

মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে মাঠে নামার কথা ছিল উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের। তবে, ভাগ্য সহায় থাকায় ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে শ্রীলঙ্কায় তিনি।
মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের হয়ে মাঠে নেমেছেন লিটন। শুধু মাঠেই নামেননি, ব্যাট হাতে ঝড়ও তুলেছেন তিনি। দুর্দান্ত পারফরমেন্স করে নিদাহাস ট্রফির মূল দলে নিজের জায়গা প্রায় পাকা করে ফেলেছেন এই ব্যাটসম্যান।
এখন অপেক্ষা শুধু ম্যানজমেন্টের সিদ্ধান্তের। ত্রিদেশীয় সিরিজের দলে প্রথমে জায়গা হয়নি লিটনের। তবে চোট নিয়ে অধিনায়ক সাকিব ছিটকে যাওয়ার তার বদলি হিসেবে দলের সঙ্গে যোগ দেন লিটন।

মঙ্গলবার ত্রিদেশীয় টি২০ সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে দলের জয়ে লিটনের অবদান ১৮ বলে ৪০ রান। এদিন বাংলাদেশ দলের হয়ে ওপেনিংয়ে ব্যাট করেছেন লিটন। পিএসএল খেলে ক্লান্ত থাকা ওপেনার তামিম ইকবাল ছিলেন বিশ্রামে।
সেই সুযোগটিই লুফে নিয়েছেন লিটন। ঝড়ো ব্যাটিংয়ে মূল টুর্নামেন্টে দলের একাদশে জায়গা পাওয়ার আবেদনটা জানিয়ে রেখেছেন এই ব্যাটসম্যান। বাকি সিদ্ধান্তটা ম্যানেজমেন্টের উপরই ছেড়ে দিতে চান তিনি।
লিটনের ভাষ্যমতে, “এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমার সামর্থ্য আছে বলেই নিশ্চয়ই নিয়ে এসেছে। ক্রিকেটে আমি প্রতিদিনই ভালো করার চেষ্টা করি। ভালো খেলেছি। বাকিটা তাদের সিদ্ধান্ত।”
প্রস্তুতি ম্যাচে প্রথম ওভারে সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ দল। চতুর্থ ওভারে সাব্বির ১০ বলে ১ রান করে আউট হলে দলের স্কোর দাঁড়ায় ১৪ রানে ২ উইকেট। সেখান থেকেই মুশফিককে সঙ্গে নিয়ে দলকে লড়াইয়ের পুঁজি পাইয়ে দেন লিটন।
এই ম্যাচে নিজের সহজাত খেলাটাই খেলতে চেয়েছিলেন লিটন এমনটাই জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান, “টি-টোয়েন্টি ক্রিকেটে দু-তিনটি উইকেট পড়লেও শট খেলতে হবে। যদি থমকে যাই, তাহলে রান আসবে না। আমি চেষ্টা করেছি নিজের সহজাত খেলাটা খেলতে।”