উইকেট শিকারে সেরা তাইজুল

সংবাদ
উইকেট শিকারে সেরা তাইজুল
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

চট্টগ্রাম টেস্ট যদি হয়ে থাকে ব্যাটসম্যনদের জন্য রান বন্যার। তবে, সদ্য সমাপ্ত ঢাকা টেস্টকে বলা যেতে পারে বোলারদের চারণ ভূমি। বিশেষ করে স্পিনাররা দুর্দান্ত দাপট দেখিয়েছেন এই টেস্টে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দুই টেস্টের সিরিজ শেষ হয়েছে শনিবার। সিরিজ শেষে দেখা গেছে শীর্ষ পাঁচ বোলারের মধ্যে তিনজনই স্পিনার। আর বাকি দুজন পেসার। এই তালিকায় ২ জন টাইগার বোলার জায়গা করে নিয়েছেন।

এই তালিকায় সবার উপরে আছেন টাইগার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কা এক ইনিংস ব্যাট করেছিল। ওই ইনিংসে তারা নয়টি উইকেট হারিয়েছিল। তার মধ্যে তাইজুল একাই দখল করেছিলেন ৪ উইকেট।

ঢাকা টেস্টে দুই ইনিংসে চারটি করে মোট ৮ টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি। তার ঠিক পরে দ্বিতীয় স্থানে আছেন লঙ্কান তারকা স্পিনার রঙ্গনা হেরাথ। দুই টেস্টে তার শিকার ৯ উইকেট।

ঢাকা টেস্টে অভিষেক হওয়া লঙ্কান ডানহাতি অফব্রেক বোলার আকিলা ধনঞ্জয়া অভিষেক ম্যাচেই ৮ উইকেট দখল করে এই তালিকার তিন নম্বরে জায়গা করে নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ইনিংসেই তুলে নিয়ছেন ৫ উইকেট।

তাছাড়া, ৬ উইকেট নিয়ে এই তালিকার চার নম্বরে আছেন লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমল। লাকমলের সমান ৬ উইকেট নিয়ে বোলিং গড়ে পিছিয়ে থেকে পাঁচ নম্বরে আছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

টেস্ট সিরিজে সেরা পাঁচ বোলার--

১. তাইজুল ইসলাম (বাংলাদেশ)-১২টি উইকেট

২. রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)-৯টি উইকেট

৩. আকিলা ধনঞ্জয়া (শ্রীলঙ্কা)-৮টি উইকেট

৪. সুরঙ্গা লাকমল (শ্রীলঙ্কা)-৬টি উইকেট

৫. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)-৬টি উইকেট

আরো পড়ুন: this topic