এশিয়া কাপ বাংলাদেশে হবে, যদি...

promotional_ad

এশিয়া কাপ আয়োজনে দারুণ সুখ্যাতি আছে বাংলাদেশের। টানা তিনবার এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করেছে বাংলাদেশ এবং সফলভাবেই। আর তাই জোর গুঞ্জন উঠেছিল 'এশিয়া কাপ ২০১৮' এর আয়োজকও হবে বাংলাদেশ। 


কেননা জমজমাট এই টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব ভারতের উপরে থাকলেও এখনো এই বিষয়ে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না ভারতের পক্ষ থেকে। উল্টো ভারতীয় মিডিয়ার দাবী, এশিয়া কাপ আয়োজনে আগ্রহী নয় ভারত।


তবে বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের বিষয়টি একেবারেই উড়িয়ে দিচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার বেক্সিমকোতে এক সংবাদ সম্মেলনে পাপন বলেন, 


promotional_ad



"আমি এ রকম কোনো (এশিয়া কাপ আয়োজন বিষয়ে) কথাই শুনি নাই। এই মিটিংয়ের আগের মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে যে, এবারের এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হবে। আমরাও এটাতে রাজি ছিলাম। পরে এটা কনফার্মও হয়েছে যে, ভারতই এশিয়া কাপ আয়োজন করবে। 


এটা নিয়ে তাই কথাই হয়নি। কোনো সম্ভাবনা (বাংলাদেশের এশিয়া কাপ আয়োজন করার) আমি দেখছি না এখনো। যদি কোনো কারণে ভারত এটার আয়োজক হতে না চায়, তখন একটা সুযোগ আসবে। তখন নিশ্চিতভাবেই বাংলাদেশ আয়োজনের ব্যাপারে আগ্রহী।"


উল্লেখ্য, ভারতের মাটিতে খেলতে চায় না পাকিস্তান। আর একারণেই মূল সমস্যার সৃষ্টি। কেননা, পাকিস্তানকে খেলার অনুমতি নাও দিতে পারে ভারত সরকার। আর সেক্ষেত্রে বাংলাদেশ বা শ্রীলংকার দিকেই আগাবে এশিয়ার জমজমাট এই মেগা ইভেন্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball