promotional_ad

কঠিন জেরার মুখে পড়তে যাচ্ছেন তামিম

promotional_ad

সদ্য সমাপ্ত বিপিএল আসরের সবচেয়ে লো-স্কোরিং ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছিলো তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মাশরাফির রংপুর রাইডার্সের। ৩৫তম সেই ম্যাচটিতে কুমিল্লার বিপক্ষে মাত্র ৯৭ রানে অলআউটের লজ্জা পেয়েছিলো রংপুর।


কিন্তু এই রান তাড়া করতে গিয়েও গলদঘর্ম হতে হয়েছিলো তামিমের কুমিল্লাকে। একটা সময় মনে হচ্ছিলো যেন ম্যাচটি হেরেই বসতে যাচ্ছে তামিমরা। যদিও শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় তারা। 


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই উইকেট নিয়ে সমালোচনা করতে ছাড়েন নি কুমিল্লা অধিনায়ক তামিম। অভিযোগের তীর সরাসরি তিনি তুলেছিলেন পিচ কিউরেটর গামিনি ডি সিলভার দিকে। তাঁর বক্তব্য ছিলো এরূপ-  



promotional_ad

'সবসময় একটি অজুহাত দেওয়া হয় যে মিরপুরে অনেক খেলা হয়। এবার তো ১০ দিন খেলা হলো না। এরপর এমন উইকেট, এটা কিউরেটর উত্তর দিতে পারবে ভালো। তাকে ডেকে জিজ্ঞেস করা উচিত। সবচেয়ে খারাপ লাগছে, এত দর্শক এল মাঠে। কিন্তু এসে দেখল একদল ৯৭ করছে, আরেক দলের সেটি করতে শেষ ওভার পর্যন্ত যেতে হয়েছে, দর্শকের জন্য এটি হতাশাজনক। কী কারণে এরকম উইকেট বানানো হচ্ছে, আমার ধারণা নেই।'


তামিমের এই বক্তব্যের পর পরই তাঁকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)  পক্ষ থেকে। আজ বৃহস্পতিবার সেই শুনানিতে ডাকা হয়েছে তামিমকে। জানা গেছে আজ দুপুরের মধ্যেই বিসিবির কাছে শুনানি দিতে যাবেন তিনি। 


আর ধারণা করা যাচ্ছে নিজের বক্তব্যের জন্য কঠিন জেরার মুখে পড়তে হচ্ছে তামিমকে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের কিছু পরিচালক জানিয়েছেন তামিমের বিষয়ে বেশ কঠোর অবস্থানেই যেতে পারে বোর্ড।



তাঁদের ভাষ্যমতে, তামিমের মতো জাতীয় দলের একজন সিনিয়র ক্রিকেটার বিপিএলের মতো জনপ্রিয় আসরে উইকেট নিয়ে প্রশ্ন তুলতে পারেননা। তেমনটি করে তামিম বিসিবির আইন শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এই কারণেই তাঁকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।


এদিকে শুনানিতে কঠিন জেরার মুখে পড়ার সম্ভাবনা থাকলেও আগামী মাসের শ্রীলঙ্কা সিরিজের জন্য তাঁকে নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত নিবে না বোর্ড বলে জানা গেছে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball