promotional_ad

পাড়ার ক্রিকেটেও ব্যর্থ সাব্বির

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা শেষ হয়েছে গতকাল (মঙ্গলবার)। তবে জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের বিপিএল শেষ হয় ৬ই ডিসেম্বর। আপাতত জাতীয় দলের ক্রিকেটারদের কোন ধরনের অনুশীলন নেই। ছুটিতেই আছেন দেশের ক্রিকেটাররা। 


কিন্তু ছুটিতে থাকা সাব্বির রহমান নিজ শহর রাজশাহীতে গিয়ে ছুটি কাটালেও আড্ডা আমেজের পাশাপাশি ক্রিকেটের খেলার মাঠেও নামছেন। কাল মঙ্গলবার বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির হয়ে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে নেমে পড়লেন।


ইলেভেন ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নেমে ২০ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। কিন্তু তারপরেও নিজ দল বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিকে সেমিফাইনালে তুলতে ব্যর্থ হয় এই জাতীয় দল তারকা।



promotional_ad

শুরুতে ব্যাট করে সাব্বিরের দল ১৯.৫ ওভারে খেলে ১০৭ রানে অলআউট হয় বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি। জবাবে ইলেভেন ওয়ারিয়র্স মাত্র ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।


আর তাতেই ইলেভেন ওয়ারিয়র্সের বিপক্ষে ৬ উইকেটে হার নিয়ে ক্লেমন টি-টোয়েন্টির শেষ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিকে। এদিকে, এবারের বিপিএলে ব্যাট হাতে খুব একটা আশানুরূপ খেলতে পারেনি।


১১ ম্যাচে ২১১ রান করে নামের প্রতি সুবিচার করতে পারেনি দেশের টি-টুয়েন্টি খ্যাত এই ব্যাটসম্যান। গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নিজ দল সিলেট সিক্সার্সকেও প্লে-অফে তুলতে ব্যর্থ হয় এই ক্রিকেটার। সবমিলিয়ে, বিপিএলের পর এবার পাড়ার ক্রিকেটেও ব্যর্থ হন দেশের এই ক্রিকেটার। 





ছবি কার্টেসিঃ বাংলা ট্রিবিউন 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball