ফের পাঁচ জুয়াড়ি আটক

সংবাদ
ফের পাঁচ জুয়াড়ি আটক
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে এই নিয়ে তৃতীয়বারের মত জুয়াড়িদের আটক করে পুলিশ। এর আগে স্টেডিয়ামে অবৈধভাবে টাকা লেনদেন করায় ঢাকা ও চিটাগাং পর্বে দুইদফায় ভিন্ন জুয়াড়িদের পুলিশ আটক করে। দুইদফায় ধরা পড়েও জুয়াড়িদের উৎপাত তবুও কমেনি। 

ঠিক একই কারণে এই বিপিএলের প্লে-অফের একটি ম্যাচ চলাকালীন মিরপুর স্টেডিয়াম থেকে পাঁচ জুয়াড়িকে আটক করে পুলিশ। সোমবার (১১ই ডিসেম্বর) জুয়াড়িদের আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ। এমনকি পাঁচ জুয়াড়িই ভারতের নাগরিক। 

তবে এই পাঁচ জুয়াড়ির দুইজন একই কারণে আগেই অভিযুক্ত ছিল। অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে একই স্টেডিয়ামে একইভাবে ম্যাচ নিয়ে অবৈধ টাকা লেনদেনের কারণে ধরা পড়ে। পরবর্তীতে ছেড়ে দেওয়া হলেও এবার বিপিএলেও নিজেদের কর্মকাণ্ড অব্যাহত রাখে। 


প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তা কর্তৃক ধরা পড়লেও পরবর্তীতে পাঁচ জুয়াড়িকে পুলিশের হাতে সোপর্দ করেছে বলে জানায় বিসিবি'র মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস। তিনি বলেন, 'আমরা তাদের (জুয়াড়িদের) পুলিশে হস্তান্তর করেছি। পুলিশে হাতে তুলে দেওয়াই আমাদের মূল কর্তব্য। তবে অবশ্যই তারা আইনানুক শাস্তি পাবে।'   

তবে এইভাবে দেশের ক্রিকেটের জাঁকজমক ঘরোয়া লিগে অবৈধ কাজের জন্য পাঁচ ভারতীয় জুয়াড়িকে তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেন পুলিশ। নজরুল ইসলাম নামের স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, 'অবৈধ কাজের শাস্তি স্বরূপ তাদেরকে তাদের স্বদেশে আপ্তহিয়ে দেওয়া হবে।'

আরো পড়ুন: this topic