'বিগ থ্রি'র পরই বাংলাদেশ!

সংবাদ
'বিগ থ্রি'র পরই বাংলাদেশ!
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী প্রস্তাবিত নতুন এফটিপি ( ২০১৯ - ২০২৩) তে সব দলের মাঝে চতুর্থ সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। শুধু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত  সাকিবদের চেয়ে বেশি খেলবে।

তবে আগামী চার বছরে ভারত খেলবে মাত্র দুটি টেস্ট বেশি। ইংল্যান্ড খেলবে মোট ৪৬ টি টেস্ট। অস্ট্রেলিয়া ৪০ টি এবং ভারত ৩৭ টি টেস্ট। আর সাকিব-মুশফিকরা খেলবে ৩৫ টি টেস্ট।

বলে রাখা ভালো এই চার বছরে বাংলাদেশের ৩৫টি টেস্ট ছাড়াও ওডিআই ৪৫টি ও টি টুয়েন্টি ৪২টি। 'বিগ থ্রি' এর পর সবচেয়ে বেশি টেস্ট বাংলাদেশ এর।


এদিকে এই চার বছরে টাইগারদের ইংল্যান্ড এর সাথে একটি টেস্ট ম্যাচও নেই! এমনকি নবাগত আফগানিস্তান ও আয়ারল্যান্ডের সাথেও নেই! তবে এফটিপির বাইরে আয়োজন করলে তাদের সঙ্গে খেলতে পারবে বাংলাদেশ। 

এসকল বিষয়ে বিস্তারিত জানা যাবে ফেব্রুয়ারীতে, আইসিসির সভায়। এদিকে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের চাইতে বেশি ম্যাচ খেলবে কেবল চারটি দল। 'বিগ-থ্রি'র সাথে এই তালিকায় আছে উইন্ডিজের নাম।

আরো পড়ুন: this topic