তবুও দোষ দিচ্ছেন না তামিম

promotional_ad

দিনের প্রথম ম্যাচেই ১৬০ এর ঘরের স্কোর ১৫ ওভারে ছাড়িয়ে গিয়েছিল রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে ঢাকার দেয়া ১৯২ তাড়া করতে গিয়ে শক্তিশালী কুমিল্লা মাত্র ৯৬ রানে অল আউট হয়েছে।


নিজেদের ভুল এমন বড় ব্যবধানের হারের প্রধান কারন। অধিনায়ক তামিম ইকবাল ম্যাচ শেষে সোজাসাপ্টা উত্তর দিলেন। বড় পুঁজি তাড়া করতে গেলে ইনিংসের সূচনা গুরুত্বপূর্ণ। 


সেখানেই পিছিয়ে গেছে কুমিল্লা, দাবী তামিমের। ‘আমার বিশ্বাস ছিলো ১৯২ রান টপকে যেতে পারবো। এমন না যে এ সংগ্রহ কেউই কখনও টপকায়নি। কিন্তু যেভাবে আমরা শুরু করেছি সেটা ঠিক ছিলো না। প্রথম ৩/৪ ওভারে তিন উইকেট পড়ে যাওয়ায় কাজটি আরো কঠিন হয়ে যায়।’


promotional_ad

শুধু ব্যাটসম্যান নয়, পুরো আসর জুড়ে কুমিল্লার শক্তির জায়গা ছিল তাদের বোলিং লাইন আপ। ফাইনালের লড়াইয়ে ঢাকার আক্রমণাত্মক ব্যাটিংয়ের কাছে অচেনা লেগেছে সাইফ-হাসান আলিদের।


তবে কুমিল্লার সামনে দ্বিতীয় সুযোগ আছে। সতীর্থদের সেটাই মনে করিয়ে দিলেন তামিম। রংপুরের বিপক্ষে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে জিতলেই ফাইনালের টিকেট পাবে কুমিল্লা। তামিম বলেছেন,


‘দিনটিকে আমি আমাদের জন্য খারাপই বলবো। আমরা পুরো টুর্নামেন্ট যেভাবে খেলেছি তাতে এমন পারফরম্যান্সের পর এছাড়া বলার আর কিছুই নেই। আমি কাউকেই দোষ দিবো না।


তবে আমরা আরো ভালো খেলতে পারতাম। বেশির ভাগ ম্যাচেই আমাদের বোলাররা জিতিয়েছে। কিন্তু আজ তাদের দিনটি ভালো যায়নি। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের আরও একটি ম্যাচ আছে। ওই, ম্যাচে আমাদের ভুলগুলো শুধরে নিলেই হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball