দিনের সেরা তারকাঃ ক্রিস্টোফার হেনরি গেইল

সংবাদ
দিনের সেরা তারকাঃ ক্রিস্টোফার হেনরি গেইল
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

দেখতে দেখতে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর শেষের দিকে। 'কোয়ালিফায়ার এক' এর মাধ্যমে নির্ধারিত হয়ে গেলো আসরের প্রথম ফাইনালিস্টও।   

শুক্রবার দিনের দ্বিতীয় খেলায় তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯৫ রানে হারিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। ম্যাচে দারুণ খেলেছে ঢাকা।

রান পেয়েছে দলের ব্যাটসম্যানরা। এভিন লুইস (৩২ বলে ৪৭), জো ডেনলি (২৫ বলে ৩২), কাইরন পোলার্ড (১৮ বলে ৩১), শহীদ আফ্রিদি (১৯ বলে ৩৩)-- প্রত্যেকেই বিধ্বংসী ছিল আজ।

একইসঙ্গে বোলিংয়েও দারুণ করেছে ঢাকা। দলের প্রায় সব বোলারই উইকেট পেয়েছে আজ। ব্যাটিং ভালো করার পর বোলিংয়ে এসে চার ওভারে একটি মেডেনের সঙ্গে নিয়েছেন তিনটি উইকেট নিয়েছেন আফ্রিদি। আর তাই এই ম্যাচের সেরা ক্রিকেটার আফ্রিদি। 

তবে আফ্রিদির পারফর্মেন্স 'দিনের সেরা হিসেবে' বিবেচনাতেই আসে না শুক্রবার দিনের প্রথম খেলায় ক্যারিবিয়ান দানব ক্রিস্টোফার গেইলের পারফর্মেন্সের কাছে।

রংপুরের এই ওপেনার আজ ৫১ বলে ১২৬* রান করে দলকে 'কোয়ালিফায়ার-দুই' য়ের ম্যাচে নিয়ে গিয়েছেন। একাই বিদায় করেছেন মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে।

১২৬* রানের এই ইনিংস বিপিএলে খেলা ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস, যেখানে ছিল ছয়টি চার এবং ১৪ টি ছয়ের মার। আর তাই সবকিছু ছাপিয়ে দিনের সেরা তারকা ক্রিস্টোফার হেনরি গেইল।


আরো পড়ুন: this topic