আড়াইশতে স্বরূপে সাকিব

সংবাদ
আড়াইশতে স্বরূপে সাকিব
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

ব্যাটিংয়ে যখন নেমেছেন ততক্ষনে দলের উপরের সারির পাঁচ উইকেট হাওয়া। লুইস, ডেনলি, মোসাদ্দেকদের কেউই দাঁড়াতে পারেনি রংপুরের বোলিং আক্রমণের সামনে। রুবেল হোসাইন, স্যামুয়েল বদ্রিদের মত অভিজ্ঞ বোলারদের হাতে তখন ম্যাচের নিয়ন্ত্রন।

ঢাকার স্কোর তখনো পঞ্চাশ পার করেনি। এমন সময় ক্রিজে নামতে হয়েছে পুরো বিপিএলে রান খরায় থাকায় সাকিব আল হাসানকে। বিতর্কিত মিরপুরের পিচে ব্যাটসম্যানদের কাজটা বরাবরই কঠিন। কিন্তু কঠিন সময়েই লড়তে জানে চ্যাম্পিয়নরা।

সেটাই করেছে মিরপুরের নবাব সাকিব আল হাসান। নিজের ২৫০তম টি-টুয়েন্টি ম্যাচে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে খেলেছেন চল্লিশ ছাড়ানো ইনিংস। দলকে এনে দিয়েছেন উইকেট বিবেচনায় লড়াকু স্কোর। 


৩৩ বলে দুই চার ও দুই ছয়ে সাজানো ৪৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে ঢাকা পেয়েছে ১৩৭ রানের পুঁজি। মাইল ফলকের ম্যাচে সেখানেই থামেনি এই ডাইনামাইটস কাপ্তান। বল হাতে নিজের করা ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।

এক সুপারম্যান সাকিবেই দল জিতেছে ৪৩ রানে। স্বভাবতই অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা বনে গেছেন সাকিব। পুরো আসর জুড়ে ব্যাট-বলে সজাগ সাকিবকে দেখা গেল কুমিল্লার বিপক্ষে ম্যাচেই। 

বল হাতে দারুন ধারাবাহিক থাকলেও ব্যাট হাতে রানের জন্য অপেক্ষা করতে হয়েছে সাকিবকে। গ্রুপ পর্বের শেষে এসেই জ্বলে উঠলেন তিনি। হয়তো প্লে অফের আগে আগাম বার্তা জানিয়ে রাখলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

আরো পড়ুন: this topic