শীর্ষে থেকেও হার মেনে নিতে নারাজ তামিম

সংবাদ
শীর্ষে থেকেও হার মেনে নিতে নারাজ তামিম
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গ্রুপ পর্বে তাদের বাকী আরও একটি ম্যাচ। আর সেই ম্যাচ হারলেও পয়েন্ট তালিকার শীর্ষ থেকে নামবে না তারা। অথচ খুলনার বিপক্ষে লড়াকু হারটিও মেনে নিতে চাইছেনই না কুমিল্লার অধিনায়ক।

একইসঙ্গে দলের ইংলিশ উইকেট কিপার জশ বাটলারের কাছে বড় ইনিংস প্রত্যাশা করছেন তিনি। উল্লেখ্য, বেশ কিছু ম্যাচ খেলে ফেললেও এখনো সেভাবে হাসতে পারেনি বাটলারের ব্যাট। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে তামিম আরও জানিয়েছেন,  

"সামনের ম্যাচে ভুল শুধরে খেলা উচিত আমাদের। আমরা এটাকে শুধুমাত্র খারাপ দিন হিসেবেই নিতে পারি না! আমাদের উচিত এটা নিশ্চিত করা, যে আমরা সামনের ম্যাচগুলোতে এমন ভুল করবো না। 

অনেক দেরি হয়ে গেছে যদিও। তারপরেও ভুল শুধরে খেলায় ফিরব আমরা। আমরা মাঝের সময়টায় ভালো ব্যাটিং করতে পারতাম। আশা রাখি সেমিফাইনালের আগেই বাটলার দারুণ একটি ইনিংস খেলবে, যা আমাদের পরবর্তীতে সাহায্য করবে।"

এদিকে ম্যাচ শেষে উচ্ছ্বসিত খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে দলের বোলারদের প্রশংসা করেছেন তিনি। একইসঙ্গে মাঝপথে দলের হালধরা আরিফুল হক এবং কার্লোস ব্র্যাথওয়েটের প্রশংসাও করেন তিনি। 

মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন, "আমার মতে, দুই বিভাগেই দারুণ খেলেছি আমরা। মাঝে অবশ্য সমস্যায় পরেছিলাম আমরা। তবে আরিফুল এবং কার্লোস ব্র্যাথওয়েট আমাদের ম্যাচে ফিরিয়েছে। 

তাদের ব্যাটিংয়ের সামর্থ্যের কারণে তাদের পাঁচ নম্বরের মধ্যে খেলানো যায়। আশা করি বড় ম্যাচগুলোতেও আমরা এই ধারা বজায় রাখবো। বোলারদের কথা না বললেই নয়। দারুণ খেলেছে আজ তারা।"

আরো পড়ুন: this topic