promotional_ad

ভারতের ওয়ানডে দলে জায়গা পেলেন বরুণ

টি-টোয়েন্টি সিরিজে বরুণ চক্রবর্তী, বিসিসিআই
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে মোট ১৪ উইকেট তুলে নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। এক ম্যাচে পেয়েছেন পাঁচ উইকেটও। ভারতের ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পেছনেও তার বড় অবদান ছিল। যদিও ভারতের ওয়ানডে সিরিজের দলে ছিলেন না এই স্পিনার। তবে তাকে দলের সঙ্গেই অনুশীলন করতে দেখা গিয়েছিল।

promotional_ad

সেই সময় থেকেই গুঞ্জন ছিল ভারতের ওয়ানডে দলে যুক্ত করা হতে পারে বরুণকে। তাই হলো ওয়ানডে দলে এই স্পিনারকে যুক্ত করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দলে আর কোনো পরিবর্তন আসেনি।


আরো পড়ুন

বরুণের স্পিনের পর অভিষেকের ঝড়ে ইংল্যান্ডকে হারাল ভারত

২২ জানুয়ারি ২৫
ঝড়ো ইনিংস খেলে ফেরার পথে হার্দিক পান্ডিয়ার সঙ্গে হাত মেলাচ্ছেন অভিষেক, গেটি ইমেজ

টি-টোয়েন্টি দলের প্রায় নিয়মিত সদস্য হলেও ভারতের হয়ে ওয়ানডেতে এখনও খেলেননি বরুণ। তবে ২৩টি লিস্ট 'এ' ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। চলতি মৌসুমে বিজয় হাজারে ট্রফিতে ১৮ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।


তামিল নাড়ুর হয়ে তার এমন পারফরম্যান্সও ওয়ানডে দলে জায়গা পেতে রেখেছে বড় ভূমিকা। বরুণের অন্তর্ভূক্তিতে ভারতের স্পিন আক্রমণ আরও জোরালো হয়েছে। দলে আগে থেকেই ছিলেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।



promotional_ad

ভারত দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে চলেছে। এর আগে গত বছরের আগস্টে ওয়ানডে খেলেছিল ভারতীয় দল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আবারও ৫০ ওভারের সিরিজে মাঠে নামতে চলেছে ভারতীয়রা। ইংল্যান্ড সিরিজের দলে থাকা স্পিনারদের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেয়েছেন  অক্ষর, কুলদীপ, ওয়াশিংটন ও জাদেজা।


আরো পড়ুন

অভিষেকের মাঝে হেড-শেবাগদের ছায়া দেখছেন হরভজন

১৬ ঘন্টা আগে
সেঞ্চুরির পর অভিষেক শর্মা, বিসিসিআই

নাগপুরে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ৯ ও ১২ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে যেকোনো কারণে পরিবর্তন আনতে পারবে দলগুলো। তাতে আইসিসির অনুমোদন লাগবে না। সেক্ষেত্রে এই সিরিজে ভালো করে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সুযোগ করে নিতে পারেন বরুণ।


ভারতের ওয়ানডে দল-



রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জায়সাওয়াল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, হার্শিত রানা (প্রথম দুটি ওয়ানডে), জসপ্রীত বুমরাহ (তৃতীয় ওয়ানডে), বরুণ চক্রবর্তী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball