promotional_ad

টাকার জন্যই খেলি, টাকা না পাওয়া ক্রিকেটারদের জন্য খারাপ: মিরাজ

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
বিপিএলের এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে। তবে সেই বিতর্ক সীমাবদ্ধ ছিল শুরু একটি বা দুটি ফ্র্যাঞ্চাইজি নিয়েই। তবে খুলনা টাইগার্সের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আসেনি। তবে অন্য দলের ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে তালবাহানা কষ্ট দিচ্ছে মেহেদী হাসান মিরাজকেও।

promotional_ad

খুলনা টাইগার্স অধিনায়ক জানিয়েছেন ক্রিকেটাররা সবাই টাকার জন্যই খেলে। তাই পারিশ্রমিক যদি তারা না পান প্রত্যেক খেলোয়াড়ের জন্যই এটা খারাপ। দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের দৈনিক ভাতা দিতেও ব্যর্থ হয়েছে নির্ধারিত সময়ে। এর মধ্যে একটি ম্যাচে পারিশ্রমিক না পাওয়ার জেরে দলটির বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন।


আরো পড়ুন

মিরাজের কাছে প্রতি ম্যাচই নক আউট, রসের কাছে ফাইনাল

৩০ জানুয়ারি ২৫
অ্যালেক্স রস (বামে) ও মেহেদী হাসান মিরাজ (ডানে), ক্রিকফ্রেঞ্জি

এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের জন্য খারাপ লাগছে মিরাজের। এ প্রসঙ্গে খুলনা টাইগার্স দলপতি বলেছেন, ‘অবশ্যই এতে খারাপ লাগছে। দিনশেষে তো আমরা খেলোয়াড়েরা ক্রিকেট খেলি টাকার জন্য। যদি পারিশ্রমিক না পাই, প্রত্যেক খেলোয়াড়ের জন্যই খারাপ।’



promotional_ad

মিরাজ আশাবাদী দ্রুতই এই ব্যাপারটি সমাধান করবে বিসিবি। তিনি বলেছেন, ‘সবাই আশা করবে, যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, ক্রিকেট বোর্ড অবশ্যই এ ব্যাপারে কথা বলবে। তারা আমাদের দায়িত্ব নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে কথা বলবে।’


আরো পড়ুন

মিরপুরে বিদেশিদের বোলিং করতে ভালো লাগে নাসুমের

৩ ফেব্রুয়ারি ২৫
জেমস ভিন্সকে ফিরিয়ে নাসুম আহমেদের উল্লাস, ক্রিকফ্রেঞ্জি

মিরাজ নিজেদের পারিশ্রমিক নিয়েও ধারণা দিয়েছেন গণমাধ্যমকে। এরই মধ্যে ৪০ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি। এই সপ্তাহেই আরও ৩০-৩৫ শতাংশ টাকা পেয়ে যাবেন বলে বিশ্বাস মিরাজদের।



দেশের ক্রিকেটের সুনাম বাড়াতে সবার সহযোগীতা চেয়ে মিরাজ বলেছেন, ‘আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আমাদের বাংলাদেশের ক্রিকেটের যেন কোনো রকম বদনাম না হয়। আমরা যেভাবে খুব সুন্দরভাবে আন্তর্জাতিক পর্যায়ে খেলছি, আমরা ভালো করলে সবাই বাহবা দেয়; আমাদের প্রত্যেকের উচিত সেটা ধরে রাখা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball