টাকার জন্যই খেলি, টাকা না পাওয়া ক্রিকেটারদের জন্য খারাপ: মিরাজ
ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
খুলনা টাইগার্স অধিনায়ক জানিয়েছেন ক্রিকেটাররা সবাই টাকার জন্যই খেলে। তাই পারিশ্রমিক যদি তারা না পান প্রত্যেক খেলোয়াড়ের জন্যই এটা খারাপ। দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের দৈনিক ভাতা দিতেও ব্যর্থ হয়েছে নির্ধারিত সময়ে। এর মধ্যে একটি ম্যাচে পারিশ্রমিক না পাওয়ার জেরে দলটির বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন।
মিরাজের কাছে প্রতি ম্যাচই নক আউট, রসের কাছে ফাইনাল
৩০ জানুয়ারি ২৫এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের জন্য খারাপ লাগছে মিরাজের। এ প্রসঙ্গে খুলনা টাইগার্স দলপতি বলেছেন, ‘অবশ্যই এতে খারাপ লাগছে। দিনশেষে তো আমরা খেলোয়াড়েরা ক্রিকেট খেলি টাকার জন্য। যদি পারিশ্রমিক না পাই, প্রত্যেক খেলোয়াড়ের জন্যই খারাপ।’
মিরাজ আশাবাদী দ্রুতই এই ব্যাপারটি সমাধান করবে বিসিবি। তিনি বলেছেন, ‘সবাই আশা করবে, যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, ক্রিকেট বোর্ড অবশ্যই এ ব্যাপারে কথা বলবে। তারা আমাদের দায়িত্ব নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে কথা বলবে।’
মিরপুরে বিদেশিদের বোলিং করতে ভালো লাগে নাসুমের
৩ ফেব্রুয়ারি ২৫মিরাজ নিজেদের পারিশ্রমিক নিয়েও ধারণা দিয়েছেন গণমাধ্যমকে। এরই মধ্যে ৪০ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি। এই সপ্তাহেই আরও ৩০-৩৫ শতাংশ টাকা পেয়ে যাবেন বলে বিশ্বাস মিরাজদের।
দেশের ক্রিকেটের সুনাম বাড়াতে সবার সহযোগীতা চেয়ে মিরাজ বলেছেন, ‘আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আমাদের বাংলাদেশের ক্রিকেটের যেন কোনো রকম বদনাম না হয়। আমরা যেভাবে খুব সুন্দরভাবে আন্তর্জাতিক পর্যায়ে খেলছি, আমরা ভালো করলে সবাই বাহবা দেয়; আমাদের প্রত্যেকের উচিত সেটা ধরে রাখা।’