promotional_ad

টেস্ট বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন রাজা

অনুশীলনে সিকান্দার রাজা, জিম্বাবুয়ে
ফেব্রুয়ারিতে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে জিম্বাবুয়ে। এই টেস্টে তারা পাচ্ছে না অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে। তিনি সেই সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন। জিম্বাবুয়ে ক্রিকেট এরই মধ্যে তিন ফরম্যাটের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে।

promotional_ad

সেখানে টেস্ট স্কোয়াডে রাখা হয়নি রাজাকে। বুলাওয়েতে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৬ ফেব্রুয়ারি। অবশ্য রাজা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন ঠিকই। ওয়ানডে সিরিজটি শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে যথাক্রমে ১৬ ও ১৮ ফেব্রুয়ারি।


আরো পড়ুন

সেই জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৭ রানে অল আউট আফগানিস্তান

৩ জানুয়ারি ২৫
রহমত শাহকে বোল্ড করে সিকান্দার রাজার বাঁধভাঙা উল্লাস, জিম্বাবুয়ে ক্রিকেট

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে দুই দলের। ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ ফেব্রুয়ারি। সিরিজের ৬টি ম্যাচই হবে হারারেতে। রাজা না থাকলেও টেস্ট সিরিজে থাকছেন আরেক অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস।


আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন উইলিয়ামস। এরপর থেকেই পিঠের চোটে ভুগছিলেন তিনি। নির্বাচকরা টেস্ট সিরিজের দল থেকে বাদ দিয়েছেন ডিওন মেয়ার্স ও তাদিওনাশে মারুমানিকে। সুযোগ পেয়েছেন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা ও টপ অর্ডার ব্যাটার নিকোলাস ওয়েলচ। 


টেস্ট স্কোয়াড-



promotional_ad

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, জয়লর্ড গাম্বি, ট্রেভর গুয়ান্ডু, তাকুদজওয়ানাশে কাইতানো, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামুরি, ভিক্টর নিয়াউচি, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস। 


আরো পড়ুন

রশিদের ৭ উইকেটে আফগানদের সিরিজ জয়

৬ জানুয়ারি ২৫
৭ উইকেট নিয়ে ম্যাচসেরা রশিদ খান, আফগানিস্তান ক্রিকেট

ওয়ানডে স্কোয়াড- 


ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, নায়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান ন্যামহুরি, সিকান্দার রাজা, শন উইলিয়ামস।


টি-টোয়েন্টি স্কোয়াড-



সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ট্রেভর গুয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, নায়াশা মায়াভো, টনি মুনিওঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা ও নিউম্যান ন্যামহুরি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball