promotional_ad

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নাজমুল হোসেন শান্ত, আইসিসি
বেশ কিছদিন ধরেই আলোচনা চলছে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে। সর্বশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের সময়ই অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন শান্ত। চলতি বিপিএলের মাঝেই টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শান্ত।

promotional_ad

এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিলেন না শান্ত। ফলে টেস্ট ও ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আর টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছিলেন লিটন দাস।


মিরাজের নেতৃত্বে টেস্ট সিরিজে ড্র করলেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। আর লিটনের নেতৃত্বে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। শান্ত সরে দাঁড়ানোর ফলে টি-টোয়েন্টিতে অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন লিটনই।


promotional_ad

সেই সঙ্গে আলোচনায় আছেন তাওহীদ হৃদয়। আলোচনায় তাসকিন আহমেদের নামও জোরেশোরেই শোনা যাচ্ছিল। তবে এই পেসার কিছুটা চোটপ্রবণ। বিভিন্ন সময় বিভিন্ন সিরিজে বিশ্রাম দেয়া হয় পেসারদের। তাই মূলত বিসিবির ভাবনায় নেই তাসকিন।


ধারণা করা হচ্ছে বাকি দুই ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত। অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডেতে অধিনায়ক হিসেবে দেখা যাবে শান্তকেই। চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন শান্ত। যদিও বিপিএলের শুরুটা ভালো হয়নি তার। প্রথম ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball