promotional_ad

শক্তিশালী বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চান মিরাজ

গণমাধ্যমে কথা বলছেন মেহেদী হাসান মিরাজ , ক্রিকফ্রেঞ্জি
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল ফরচুন বরিশাল। জাতীয় দলের বেশীরভাগ ক্রিকেটারদের পাশাপাশি অসাধারণ কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও দলে টেনেছে বরিশাল। আর এই বরিশালকে হারিয়েই বিপিএলের শিরোপা জিততে চান মেহেদী হাসান মিরাজ।

promotional_ad

গত আসরে বরিশালের হয়েই খেলেছেন মিরাজ। কিন্তু এবারের আসরের আগে সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। দলটির নেতৃত্বের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত মিরাজ। মিরাজের জন্মস্থান খুলনায় হওয়াতে এই দলের নেতৃত্ব দিতে পেরে দারুণ লাগছে তার।


আরো পড়ুন

তামিমকে দেখতে হাসপাতালে মুশফিক-মিরাজরা

২৪ মার্চ ২৫
মুশফিকুর রহিম,  মাহমুদউল্লাহ রিয়াদ ও হাসান মিরাজ

মিরাজ বলেন, ‘যেহেতু অধিনায়ক হয়েছি দায়িত্ব তো নিতেই হবে। যেহেতু এবার খুলনার হয়ে খেলছি, অবশ্য খুলনা কখনো চ্যাম্পিয়ন হয়নি, চেষ্টা করব ভালো ক্রিকেট খেলে যদি শিরোপা দিতে পারি, তা খুলনার জন্য অনেক বড় পাওয়া হবে।’


‘আমি খুলনা থেকে বড় হয়েছি, খুলনায় খেলেছি, এ বছর যেহেতু খুলনায় খেলছি, নিজের হোম টাউনে খেলা অনেকটা গর্বের ব্যাপার। সে সুযোগটা হয়েছে। আর যদি জিততে পারি, ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আরও বেশি ভালো লাগবে।’



promotional_ad

মিরাজ অবশ্য বিপিএলের সব দলকেই সমীহ করছেন। তবে তামিম ইকবালের বরিশালকে সব দিক থেকে সেরা বলছেন তিনি। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাওহিদ হৃদয়, ইবাদত হোসেন চৌধুরি ও রিশাদ হোসেনদের মতো দেশীয় ক্রিকেটাররা আছেন এই দলে।


আরো পড়ুন

চিটাগংয়ের কাছে এখনও ৫০ শতাংশ পারিশ্রমিক পাওনা শরিফুল-ইমনদের

১৪ মার্চ ২৫
চিটাগং কিংস

বিদেশি ক্রিকেটারদের মধ্যে এই দলে আছেন ডেভিড মালান, মোহাম্মদ নবি, কাইল মেয়ার্স, ফাহিম আশরাফ, পাথুম নিশাঙ্কা, শাহিন শাহ আফ্রিদিদের মতো ক্রিকেটাররা। আসর শুরু হওয়ার আগেই এই দলকে চ্যাম্পিয়ন বলছেন কেউ কেউ। মিরাজ অবশ্য এই দলকে হারিয়েই শিরোপা জিততে চান।


তিনি বলেন, ‘সব দলই ভালো দল। তুলনামূলকভাবে কোনো দলকে ছোট করতে পারবেন না। যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। আর টি-টোয়েন্টি এমনটা খেলা, একজন খেলোয়াড় ভালো খেললেই ম্যাচ জিতে যায়। আমার কাছে মনে হয় সব দলই সমমানের। তারপরও খাতা-কলমে মনে হয় বরিশাল এগিয়ে থাকবে।’



‘কারণ, সব জাতীয় দলের খেলোয়াড় তারা নিয়েছে, সিনিয়র খেলোয়াড়-জুনিয়ার খেলোয়াড়। তারপরও দিন শেষ মাঠের খেলাটা হলো গুরুত্বপূর্ণ। বড় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মজা অন্য রকম। গত বছর যখন কুমিল্লাকে হারিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। অবশ্যই বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারলে ভালো লাগবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball