শক্তিশালী বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চান মিরাজ
ছবি: গণমাধ্যমে কথা বলছেন মেহেদী হাসান মিরাজ , ক্রিকফ্রেঞ্জি
গত আসরে বরিশালের হয়েই খেলেছেন মিরাজ। কিন্তু এবারের আসরের আগে সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। দলটির নেতৃত্বের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত মিরাজ। মিরাজের জন্মস্থান খুলনায় হওয়াতে এই দলের নেতৃত্ব দিতে পেরে দারুণ লাগছে তার।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক হতে প্রস্তুত মিরাজ
৪ জানুয়ারি ২৫মিরাজ বলেন, ‘যেহেতু অধিনায়ক হয়েছি দায়িত্ব তো নিতেই হবে। যেহেতু এবার খুলনার হয়ে খেলছি, অবশ্য খুলনা কখনো চ্যাম্পিয়ন হয়নি, চেষ্টা করব ভালো ক্রিকেট খেলে যদি শিরোপা দিতে পারি, তা খুলনার জন্য অনেক বড় পাওয়া হবে।’
‘আমি খুলনা থেকে বড় হয়েছি, খুলনায় খেলেছি, এ বছর যেহেতু খুলনায় খেলছি, নিজের হোম টাউনে খেলা অনেকটা গর্বের ব্যাপার। সে সুযোগটা হয়েছে। আর যদি জিততে পারি, ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আরও বেশি ভালো লাগবে।’
মিরাজ অবশ্য বিপিএলের সব দলকেই সমীহ করছেন। তবে তামিম ইকবালের বরিশালকে সব দিক থেকে সেরা বলছেন তিনি। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাওহিদ হৃদয়, ইবাদত হোসেন চৌধুরি ও রিশাদ হোসেনদের মতো দেশীয় ক্রিকেটাররা আছেন এই দলে।
সিলেটে ১৫০ টাকায় দেখা যাবে বিপিএল
৪ জানুয়ারি ২৫বিদেশি ক্রিকেটারদের মধ্যে এই দলে আছেন ডেভিড মালান, মোহাম্মদ নবি, কাইল মেয়ার্স, ফাহিম আশরাফ, পাথুম নিশাঙ্কা, শাহিন শাহ আফ্রিদিদের মতো ক্রিকেটাররা। আসর শুরু হওয়ার আগেই এই দলকে চ্যাম্পিয়ন বলছেন কেউ কেউ। মিরাজ অবশ্য এই দলকে হারিয়েই শিরোপা জিততে চান।
তিনি বলেন, ‘সব দলই ভালো দল। তুলনামূলকভাবে কোনো দলকে ছোট করতে পারবেন না। যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। আর টি-টোয়েন্টি এমনটা খেলা, একজন খেলোয়াড় ভালো খেললেই ম্যাচ জিতে যায়। আমার কাছে মনে হয় সব দলই সমমানের। তারপরও খাতা-কলমে মনে হয় বরিশাল এগিয়ে থাকবে।’
‘কারণ, সব জাতীয় দলের খেলোয়াড় তারা নিয়েছে, সিনিয়র খেলোয়াড়-জুনিয়ার খেলোয়াড়। তারপরও দিন শেষ মাঠের খেলাটা হলো গুরুত্বপূর্ণ। বড় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মজা অন্য রকম। গত বছর যখন কুমিল্লাকে হারিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। অবশ্যই বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারলে ভালো লাগবে।’