promotional_ad

পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কাগিসো রাবাদা (বামে) এবং মার্কো জানসেন (ডানে), ফাইল ফটো
মার্কো জানসেন এবং কাগিসো রাবাদার নৈপুণ্যে সেঞ্চুরিয়ন টেস্টে দুই উইকেটে জিতল সাউথ আফ্রিকা। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল প্রোটিয়ারা। ২০২৫ সালের ১১ জুন ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচটি।

promotional_ad

১১ ম্যাচে সাতটি জয়ে সাউথ আফ্রিকার পয়েন্ট এখন ৮৮, জয়ের হার সবার চেয়ে বেশি (৬৬.৬৭ শতাংশ)। এই পয়েন্ট তালিকায় ৫৮.৮৯ শতাংশ জয়ের হার নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া ৫৫.৮৯ শতাংশ জয়ের হার নিয়ে তৃতীয়তে ভারত।


লক্ষ্য ছিল ১৪৮ রানের। সাউথ আফ্রিকা জিততে পারত হেসেখেলেই। যদিও সেঞ্চুরিয়ান টেস্টে একাই ঘুরিয়ে দিচ্ছিলেন মোহাম্মদ আব্বাস। তার তোপে নাকাল হয়ে ৯৯ রানেই ৮ উইকেট হারায় সাউথ আফ্রিকা।


শেষ ২ উইকেটে প্রোটিয়াদের দরকার ছিল ৪৯ রানের। লোয়ার অর্ডার থেকে জানসেন আর রাবাদা দুর্দান্ত প্রতিরোধ গড়ায় শেষপর্যন্ত বৃথা গেল আব্বাসের পারফরম্যান্স। মাত্র ৫৪ রান খরচায় ছয়টি উইকেট পেয়েছেন এই পেসার।


promotional_ad

শেষ দুইদিনে প্রোটিয়াদের দরকার ছিল ১২১ রান, পাকিস্তানের দরকার ছিল সাত উইকেট। দলীয় ৬২ রানে এইডেন মার্করামের উইকেট হারায় সাউথ আফ্রিকা। ৬৩ বলে ৩৭ রান করে আব্বাসের লেংথ ডেলিভারিতে বোল্ড হয়ে বিদায় নেন তিনি।


এরপর টেম্বা বাভুমা এবং ডেভিড বেডিংহাম ৩৪ রানের জুটি গড়েন। এই জুটিও ভাঙেন আব্বাস। তার বলে খোঁচা মেরে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন বাভুমা। ৭৮ বলে ৪০ রান করেন বাভুমা।


দল একশ রানে পৌঁছানোর আগেই আরও তিনটি উইকেট হারায় প্রোটিয়ারা। দলীয় ৯৯ রানে নাসিম শাহের বলে বোল্ড হন দুই রান করা কাইল ভেরাইনি। চটজলদি ১৪ রান করা বেডিংহামকে বিদায় করেন আব্বাস। বাভুমার মতোই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।


পরের বলে নিজেদের অষ্টম উইকেটটিও হারায় সাউথ আফ্রিকা। আব্বাসের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে শূন্য রানে বিদায় নেন কর্ভিন বশ। তারপর জানসেন ২৪ বলে ১৬ এবং কাগিসো রাবাদা ২৬ বলে ৩১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball