জানসেনের ৬ উইকেটের পর রান তাড়ায় ভুগছে প্রোটিয়ারা

ছবি: মার্কো জানসেনকে ঘিরে প্রোটিয়াদের উল্লাস, গেটি ইমেজ

সুপারস্পোর্ট পার্কে ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় সাউথ আফ্রিকা। মোহাম্মদ আব্বাসের লেংথ ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফিরে যান দুই রান করা টনি ডি জর্জি। পরের ওভারে রায়ান রিকেলটনকে শূন্য রানে ফেরান খুররম শাহজাদ। তিনিও এলবিডব্লিউর শিকার হন। এই উইকেটটি নিতে রিভিউর সহায়তা নেয় পাকিস্তান। এরপর রিভিউর সহায়তা নিয়ে ট্রিস্টান স্টাবসকেও ফেরায় দলটি।
সাউথ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
২ এপ্রিল ২৫
এক রান করা স্টাবসের উইকেটটি নেন মোহাম্মদ আব্বাস। ১৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। এইডেন মার্করাম ২৫ বলে চারটি চারে ২২ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে শূন্য রানে অপরাজিত আছেন টেম্বা বাভুমা। শেষ বিকেলে দ্রুত তিন উইকেট হারালেও নাইটওয়াচম্যান নামায়নি সাউথ আফ্রিকা। পাকিস্তানের হয়ে তিন রান খরচায় দুই উইকেট নেন আব্বাস। খুররম ২২ রান খরচায় নেন এক উইকেট। এই দুজন ছাড়া আর কেউই বোলিংয়ে আসেননি।

এ দিন ষ্টিতে প্রথম সেশন ভেস্তে যায়। দ্বিতীয় সেশনে পাকিস্তান যখন মাঠে নামে তখন তাদের পুঁজি তিন উইকেটে ৮৮ রান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বাবর ও শাকিল সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে নিয়ে যান দলকে। ২০২২ সালের ডিসেম্বরের পর প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান বাবর। ৮০ বলে হাফ সেঞ্চুরি পেয়ে আর কোনো রান না করে ৮৫ বলেই বিদায় নেন তিনি। জানসেনের করা অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়ে বিদায় নেন বাবর। ফলে ৭৯ রানের এই জুটিটি ভাঙে।
বিশ্বকাপ বাছাই পর্বে ব্যাটারদের দিকে তাকিয়ে জ্যোতি
২১ ঘন্টা আগে
এরপরই খেই হারায় পাকিস্তান। জানসেনের শর্ট বল পুল করার চেষ্টায় উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তিন রান করা মোহাম্মদ রিজওয়ান। নিজের পরের ওভারে সালমান আলী আঘাকেও (১) ফেরান জানসেন। রিজওয়ানের মতো তিনিও অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে কাইল ভেরাইনির তালুবন্দী হন। এই উইকেটটি নিয়ে টেস্টে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট পূর্ণ করেন জানসেন। তারপর ড্যান প্যাটারসনের শর্ট বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন আমের জামাল।
এক প্রান্ত আগলে রেখে দলের রান বাড়াচ্ছিলেন শাকিল। তাকে এলবিডব্লিউ করে ষষ্ঠ শিকার পূরণ করেন জানসেন। পাকিস্তান গুঁটিয়ে যায় ৬০ ওভারেই। দলটি ৮৪ রানের মধ্যে শেষ সাতটি উইকেট হারিয়েছে। মাত্র ৫২ রান খরচায় ছয় উইকেট নিয়েছেন জানসেন। ৬৮ রান খরচায় দুই উইকেট নেন রাবাদা। একটি করে উইকেট নেন প্যাটারসন ও কর্বিন বশ।