মার্করাম-বশের নৈপুণ্যে প্রোটিয়াদের ৩০১, শেষ বিকেলে বিপাকে পাকিস্তান
ছবি: এইডেন মার্করামকে (বামে) সেঞ্চুরি করতে দিলেন না খুররম শাহজাদ (ডানে), গেটি ইমেজ
সুপারস্পোর্ট পার্কে শুক্রবার তিন উইকেটে ৮২ রান নিয়ে দিন শুরু করে সাউথ আফ্রিকা। প্রথম ঘণ্টা নিরাপদেই পার করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মার্করাম এবং টেম্বা বাভুমা। পানি বিরতির একটু পর বাভুমাকে ফিরিয়ে ৭০ রানের জুটি ভাঙেন আমের জামাল। জামালের একইরকম তিনটি ডেলিভারি ছেড়ে দিলেও চতুর্থ বলে ড্রাইভ করতে যান প্রোটিয়া অধিনায়ক। ষষ্ঠ স্টাম্প তাক করা বলটি বাভুমা মিস টাইমিং করায় বল চলে যায় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ৭৪ বলে ৩১ রান আসে বাভুমার ব্যাটে।
এরপর ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে দ্রুত এগোনো ডেভিড বেডিংহ্যামকে থামান নাসিম শাহ। তার অফস্টাম্পের বাইরের অতিরিক্ত বাউন্স করা বলটিতে খোঁচা মেরে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন বেডিংহাম। ৩৩ বলে ৩০ রান আসে তার ব্যাটে। এরপর কাইল ভেরেইনা ও মার্কো জানসেনকেও দ্রুত ফেরান নাসিম। পরপর দুই ওভারে প্রায় একইরকম দুটি ডেলিভারিতে এই দুজনকেই দুই রানে ফেরান এই পেসার। ভেরাইনি ক্যচ দেন প্রথম স্লিপে আঘা সালমানের হাতে, জানসেন ক্যাচ দেন উইকেটরক্ষক রিজওয়ানকে।
লিড নেয়ার কিছুটা আশা জাগে পাকিস্তানের। যদিও পরে চিত্রপট দ্রুতই পাল্টে যায়। লম্বা সময় এক প্রান্ত আগলে রাখা মার্করাম ফিরে যান ১৪৪ বলে ১৫টি চারে ৮৯ রান করে। খুররম শাহজাদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ততক্ষণে ২ রানের লিড পায় সাউথ আফ্রিকা। তারপর দলকে এগিয়ে নিয়ে যান বশ। কাগিসো রাবাদার সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন তিনি। এরপর ডেন প্যাটারসনের সঙ্গে গড়েন ৪৭ রানের জুটি। রাবাদা ১৩ ও প্যাটারসন ১২ রানে ফিরলেও ৯৩ বলে ১৫টি চারে ৮১ রানে অপরাজিত থাকেন বশ। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন খুররম ও নাসিম।
৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। ওপেনিং জুটিতে ৪৯ রান তুলেছিল সফরকারীরা। সাইম আইয়ুবকে লেংথ ডেলিভারিতে বোল্ড করে এই জুটি ভাঙেন রাবাদা। ৩৬ বলে ২৭ রান আসে পাক ওপেনারের ব্যাটে। আরেক ওপেনার শান মাসুদও এরপর বেশীক্ষণ টিকতে পারেননি। তাকে প্যাভিলিয়নে ফেরা মার্কো জানসেন। তার অফ স্টাম্পের বাইরে তাক করা বাউন্স বলে খোঁচা মেরে তৃতীয় স্লিপে ট্রিস্টান স্টাবসের মুঠোয় ধরা পড়েন মাসুদ।
পাকিস্তানের অধিনায়ক এ দিন করেন ৪৭ বলে চারটি চারে ২৮ রান। ৭০ রানে মাসুদের উইকেট হারানোর পর আর চার রান তুলতেই কামরান ঘুলামের উইকেট হারায় পাকিস্তান। নিজের পরের ওভারে কামরানকে প্যাভিলিয়নে পাঠান জানসেন। অতিরিক্ত বাউন্স এবারও কাজে লাগান তিনি। সেটি বুঝতে না পেরে গালি অঞ্চলে ক্যাচ তুলে দেন কামরান। নিচু হওয়া বলটি লুফে নেন রায়ান রিকেলটন। আট বলে চার রানের ইনিংস আসে পাকিস্তানের নতুন টপ অর্ডার ব্যাটারের ব্যাটে।
দলটির হয়ে তৃতীয় দিন শুরু করবে বাবর আজম এবং সাউদ শাকিল। ৩৪ বলে ১৬ রানে অপরাজিত আছেন বাবর। আট বলে দুটি চারে আট রানে অপরাজিত আছেন শাকিল। দ্রুত দুই উইকেট হারালেও শেষ বিকেলে নাইটওয়াচম্যাচ নামায়নি পাকিস্তান। সাউথ আফ্রিকার হয়ে জানসেন দুটি উইকেট নিয়েছেন মাত্র ১৭ রান খরচায়। রাবাদা একমাত্র উইকেটটি নিয়েছেন ৩০ রান খরচায়।