জাতীয় দলের জন্য তৈরি থেকেই পারফর্ম করতে চান আলিস
ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আলিস আল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি
তিন মাসের লড়াইয়ের পর আবারও ক্রিকেটে ফিরেছেন তিনি। হাই পারফরম্যান্স দলের হয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়া সফরে। এরপর ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ 'এ' দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। যেখানেই সুযোগ পেয়েছেন পারফরম্যান্স করেছেন তিনি। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে আলো ছড়িয়েছেন এই মিস্ট্রি স্পিনার। ঢাকা মেট্রোর হয়ে ১০ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট।
এমন পারফরম্যান্সের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলো ছড়ানোর অপেক্ষায় আছেন তিনি। বিপিএলে পারফর্ম করার লক্ষ্য নিয়ে আলিস গণমাধ্যমকে বলেছেন, '(জাতীয় দলের জন্য) সবসময়ই প্রস্তুত থাকি। জাতীয় দল তো এমন জায়গা নয় যে ডাক পেয়ে তারপর প্রস্তুত হবেন। জাতীয় দলে খেলতে হলে আপনাকে তৈরিই থাকতে হবে। তাই চেষ্টা করি মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে। যখন সুযোগ আসবে, ইনশাআল্লাহ্ ভালো করতে পারব।'
টি-টোয়েন্টি শুধু উইকেট নেয়ার খেলা নয়। সুযোগ হলে ইকোনমিক্যাল বোলিং করেও দলের জন্য অবদান রাখতে চান তিনি। এমনটা করতে পারলে দলের অন্য বোলারদের ওপর থেকে চাপ সরে যাবে বলেও ধারণা তার।
আলিস বলেছেন, 'টি-টোয়েন্টিতে বোলিংয়ের দিক থেকে দুইভাবে জেতা যায়। আপনি হয়তো ইকোনমিক একটা স্পেল করে বের হয়ে যাবেন। যা করতে পারলে অন্য বোলারদের ওপর থেকে চাপ সরে যাবে। নয়তো আপনি শুরুতে উইকেট বের করে দেবেন।'
তিনি যোগ করেন, 'আমার লক্ষ্য থাকে সবসময় ইকোনমিক বোলিং এবং শুরুতে উইকেট বের করা। শুরুতে উইকেট নিতে গিয়ে একটা-দুইটা বাউন্ডারি বের হয়ে যেতে পারে। এটা স্বাভাবিক। তবে আমার সবসময় লক্ষ্য থাকে আমি মিতব্যয়ী বোলিং করার।'