promotional_ad

জাতীয় দলের জন্য তৈরি থেকেই পারফর্ম করতে চান আলিস

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আলিস আল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি
চোটের কারণে লম্বা সময় ধরেই ক্রিকেটের বাইরে ছিলেন আলিস আল ইসলাম। এই চোটের কারণে জাতীয় দলের অভিষেকের দুয়ার থেকেও ফিরতে হয়েছে এই স্পিনারকে। বিপিএলের গত আসরে পারফর্ম করে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন আলিস। কিন্তু আঙুলের চোটের কারণে সেই স্বপ্ন ফিকে হয়ে যায় তার।

promotional_ad

তিন মাসের লড়াইয়ের পর আবারও ক্রিকেটে ফিরেছেন তিনি। হাই পারফরম্যান্স দলের হয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়া সফরে। এরপর ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ 'এ' দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। যেখানেই সুযোগ পেয়েছেন পারফরম্যান্স করেছেন তিনি। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে আলো ছড়িয়েছেন এই মিস্ট্রি স্পিনার। ঢাকা মেট্রোর হয়ে ১০ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট।


আরো পড়ুন

ইমপ্যাক্ট নয়, কে কত রান করেছে মানুষ এটাই দেখে: অঙ্কন

১৮ ফেব্রুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

এমন পারফরম্যান্সের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলো ছড়ানোর অপেক্ষায় আছেন তিনি। বিপিএলে পারফর্ম করার লক্ষ্য নিয়ে আলিস গণমাধ্যমকে বলেছেন, '(জাতীয় দলের জন্য) সবসময়ই প্রস্তুত থাকি। জাতীয় দল তো এমন জায়গা নয় যে ডাক পেয়ে তারপর প্রস্তুত হবেন। জাতীয় দলে খেলতে হলে আপনাকে তৈরিই থাকতে হবে। তাই চেষ্টা করি মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে। যখন সুযোগ আসবে, ইনশাআল্লাহ্‌ ভালো করতে পারব।' 



promotional_ad

টি-টোয়েন্টি শুধু উইকেট নেয়ার খেলা নয়। সুযোগ হলে ইকোনমিক্যাল বোলিং করেও দলের জন্য অবদান রাখতে চান তিনি। এমনটা করতে পারলে দলের অন্য বোলারদের ওপর থেকে চাপ সরে যাবে বলেও ধারণা তার।


আরো পড়ুন

ফাইনালে আলিসকে না পাওয়ার আক্ষেপ মিঠুন, খালেদের

৭ ফেব্রুয়ারি ২৫
চিটাগং কিংসের হয়ে ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন আলিস আল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

আলিস বলেছেন, 'টি-টোয়েন্টিতে বোলিংয়ের দিক থেকে দুইভাবে জেতা যায়। আপনি হয়তো ইকোনমিক একটা স্পেল করে বের হয়ে যাবেন। যা করতে পারলে অন্য বোলারদের ওপর থেকে চাপ সরে যাবে। নয়তো আপনি শুরুতে উইকেট বের করে দেবেন।'



তিনি যোগ করেন, 'আমার লক্ষ্য থাকে সবসময় ইকোনমিক বোলিং এবং শুরুতে উইকেট বের করা। শুরুতে উইকেট নিতে গিয়ে একটা-দুইটা বাউন্ডারি বের হয়ে যেতে পারে। এটা স্বাভাবিক। তবে আমার সবসময় লক্ষ্য থাকে আমি মিতব্যয়ী বোলিং করার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball