সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে যুক্ত হলো নতুন স্পন্সর
ছবি: সিলেট স্ট্রাইকার্স
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ফ্রান্স এবং পুরো ইউরোপের প্রতিনিধিত্বকারী ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠান “Académie de cricket de Stains” এখন সিলেট স্ট্রাইকার্স পরিবারের অংশ।
রাজশাহীর বিদেশিদের চেয়ে দেশিরাই ভালো ছিল: আশরাফুল
২ মিনিট আগেসিলেট স্ট্রাইকার্স সবসময়ই ক্রিকেটের প্রসার এবং নতুন প্রজন্মকে খেলায় অনুপ্রাণিত করার জন্য কাজ করে আসছে। এই সহযোগিতার মাধ্যমে স্ট্রাইকার্স পরিবার ক্রিকেটের সামগ্রিক অগ্রগতিতে আরও এক ধাপ এগিয়ে গেল।
এই অংশীদারিত্বের ফলে, ইউরোপের ক্রিকেট ক্লাবটির তিন বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার – সাফকাত জামান, তানবীর আজিজ, এবং মাশদিদ জুবায়ের – শীঘ্রই সিলেট স্ট্রাইকার্সের প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন। তারা প্রথম ফরাসি ক্রিকেটার হিসেবে শীর্ষস্থানীয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের প্রস্তুতিতে যুক্ত হতে যাচ্ছেন।
কঠিন ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বিসিবির
৩৮ মিনিট আগেএই তিন ক্রিকেটারের সংযুক্তি শুধুমাত্র ফ্রান্সের ক্রিকেটের বিকাশে নয়, বরং বিশ্ব ক্রিকেটে ইউরোপের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিলেট স্ট্রাইকার্স তাদের দক্ষতা বিকাশে সর্বাত্মক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।