মেট্রোকে হারাতে হলে আমাদের সেরাটাই খেলতে হবে: আকবর
ছবি: ফাইনালের আগে নাইম শেখ (বামে) ও আকবর আলীর (ডানে) খুনসুটি, ক্রিকফ্রেঞ্জি
আসরে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলে আটটিতে জিতেছে মেট্রো। এর মধ্যে গ্রুপ পর্বের সাতটি ম্যাচেই জিতেছে দলটি। তবে খুব বেশি পিছিয়ে নেই আরেক ফাইনালিস্ট রংপুরও। আসরে আট ম্যাচে ছয়টিতে জিতেছে আকবর আলীর দল।
বিপিএলে চার-পাঁচ নম্বরে ব্যাট করতে চান আকবর
২৭ ডিসেম্বর ২৪রংপুরের আত্মবিশ্বাস রাখার অন্যতম কারণ, আসরের প্রথম কোয়ালিফায়ারে মেট্রোকে চার উইকেটে হারিয়েছে দলটি। মেট্রোর করা ১০৭ রানের জবাবে খেলতে নেমে চার বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় দলটি।
তবুও মেট্রোকে সমীহ করে আকবর বলেন, 'মেট্রো খুব ভালো খেলে আসছে। পুরো টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচে হেরেছে। আমার মনে হয় যেরকম ফর্মে তারা আছে তাদের হারাতে হলে আমাদের সেরাটা খেলতে হবে। বিশেষ করে আমি ওদের বোলিং ইউনিটের কথা বলব। আলিস, আলিস, রনি ভাই...ওদের হারাতে হলে আমাদের সেরাটাই খেলতে হবে।'
শুভ-মার্শালের হাফ সেঞ্চুরিতে মেট্রোর সাতে সাত
১৯ ডিসেম্বর ২৪প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে ৩৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মেট্রো। অপরদিকে ছন্দে থেকে গ্রুপ পর্ব পার হয়ে কেবল একটি ম্যাচ খেলেই ফাইনালে উঠেছে রংপুর। আকবর আলী জোর দিয়েছেন নিজেদের 'মোমেন্টাম' ধরে রাখার ব্যাপারে।
তিনি আরও বলেন, 'ফাইনাল খেলাকেও স্বাভাবিক হিসেবে চিন্তা করছি। আমার মনে হয় আমাদের দল অনেক ভালো করছে।একটা সঠিক সময়ে যে পারফরম্যান্স করার দরকার তাই আমাদের প্রত্যেকেই ভালো করছে। টি-টোয়েন্টি খেলায় আমার কাছে মনে হয় না বড় দল বা ছোট দল বলে কোন কথা আছে। কারণ টি টুয়েন্টি খুব অল্প সময়ের খেলা যারা মোমেন্টাম ধরে রাখতে পারবে তারাই ভালো করবে।'