promotional_ad

মেট্রোকে ফাইনালে নিলেন মোসাদ্দেক-রাকিবুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঢাকা মেট্রোর জয়ের মুহূর্ত, ক্রিকফ্রেঞ্জি
সদ্যই লঙ্কা টি-টেনের শিরোপা জিতে এসেছেন মোসাদ্দেক হোসেন। এসেই ঢাকা মেট্রোর হয়ে নেমে পড়েছেন এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে। ব্যাট হাতে মাত্র ১ রান করে ফিরলেও বল হাত ৩ উইকেট নিয়ে মেট্রোকে ফাইনালে তুলেছেন এই অলরাউন্ডার।

promotional_ad

দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে ৩৮ রানে হারিয়ে ফাইনালে রংপুরের সঙ্গী হয়েছে তারা। আগের দিনই মেট্রোর টানা ৭ ম্যাচের জয়রথ থামিয়ে ফাইনালে চলে গিয়েছিল রংপুর। এবার তারা দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে ঠিকই ফাইনালে জায়গা করে নিয়েছে মেট্রো। আগে ব্যাট করে এই ম্যাচে ৮ উইকেটে ১১৯ রান করেছিল মেট্রো। জবাবে ৭৫ রানেই অল আউট হয়েছে তারা।


আরো পড়ুন

মেট্রোকে ফাইনালে নিলেন মোসাদ্দেক-মারুফ

২২ ডিসেম্বর ২৪
মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি

মেট্রোকে নাগালেই রেখেছিলেন খুলনার বোলাররা। তবে ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে তাদের। আগে ব্যাট করতে নেমে শুরুতেই মেট্রোর স্পিনারদের তোপের মুখে পড়ে খুলনা। আজিজুল হাকিম তামিমকে ফেরান রাকিবুল হাসান। এরপর ইমরুল কায়েসকেও ফিরিয়েছেন তিনি। দুজনকেই রানের খাতা খুলতে দেননি তিনি। 



promotional_ad

মোহাম্মদ মিঠুন ১ রান করে হয়েছেন রান আউট। আর ১৬ রান করা এনামুল হক বিজয়কে ফিরিয়েছেন মোসাদ্দেক। ২৩ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পর দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ২২ রান করে ফিরেছেন নুরুল হাসান সোহান। আর ১৫ রান করেছেন পারভেজ হোসেন জীবন।


১৬ রান এসেছেন মাসুম খানের ব্যাট থেকে। আর কেউই বলার মতো রান করতে না পারলে ১৭.৪ ওভারেই খুলনার ইনিংস গুঁড়িয়ে যায় ৮১ রানে। এর আগে নাইম শেখের ৫৩ বলে ৫৭ রান ও শহিদুল ইসলামের ১৯ বলে ১৬ রানে লড়াইয়ের পুঁজি পায় মেট্রো। দলটির হয়ে আর দুই অঙ্ক পেরিয়েছেন কেবল ইমরানুজ্জামান।



তার ব্যাট থেকে এসেছে ১৪ রান। আর কেউই দাঁড়াতে পারেননি খুলনার বোলারদের সামনে। খুলনার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মাসুম, পারভেজ ও মেহেদী। একটি উইকেট নিয়েছেন এনসিএলে প্রথম ম্যাচ খেলা মুস্তাফিজুর রহমান। নাহিদুল ইসলাম ছিলেন উইকেটশূন্য।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball