promotional_ad

নারী ক্রিকেটারদের জন্য উইনিং বোনাস ও প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ নারী দল, বিসিবি
ধারাবাহিকভাবে ভালো খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিয়মিত তাদের হাত ধরে সাফল্যের দেখা পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনও পুরুষ দলের ক্রিকেটারদের মতো সুযোগ সুবিধা দেয়া সম্ভব হয়নি নারী ক্রিকেটারদের। এ নিয়ে আলোচনাও হয় অনেক।

promotional_ad

এবার দেশের নারী ক্রিকেটারদের জন্য দুটি নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। জাতীয় দলের খেলোয়াড়রা ম্যাচ জিতলে আর্থিক পুরস্কার হিসেবে পাবেন বোনাস। পাশাপাশি চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হচ্ছে। নারীদের কেন্দ্রীয় চুক্তিতে আছেন প্রায় ২৫ ক্রিকেটার।


আরো পড়ুন

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে হারল বাংলাদেশ

২০ জানুয়ারি ২৫
অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও জিততে পারল না বাংলাদেশের মেয়েরা, আইসিসি

এই চুক্তির বাইরে আরও ৩০ জন ক্রিকেটারকে প্রথম শ্রেণির চুক্তিতে রাখার ঘোষণা দিয়েছে বিসিবি। যা নারী ক্রিকেটারদের ভাগ্যই বদলে দিতে পারে। এই উদ্যোগ নারী ও পুরুষ ক্রিকেটারদের মধ্যে বৈষম্য কমিয়ে আনতে বড় ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 


বিসিবির সভা শেষে ফারুক বলেছেন, 'আপনারা জানেন, আমাদের মেয়েদের একটা কেন্দ্রীয় চুক্তি আছে। এর সঙ্গে আরও ৩০ জন ক্রিকেটারকে (প্রথম শ্রেণির চুক্তিতে আনব আমরা)। ছেলেদের জাতীয় লিগ যারা খেলে, তাদের যেমন চুক্তি আছে, তেমনই ৩০ জন মেয়ের জন্য একটা চুক্তি চালু করব আমরা।'



promotional_ad

মেয়েদের উইনিংস বোনাসের ক্ষেত্রেও আসছে চমক। উপরের সারির দলের বিপক্ষে জিতলে মোটা অঙ্কের বোনাসের আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি। যা পুরুষ ক্রিকেটাররা বেশ আগে থেকেই পেয়ে আসছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নারী ক্রিকেটাররাও।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে পেতে চেষ্টা করবে বিসিবি

৩ জানুয়ারি ২৫
সাকিব আল হাসান, আইসিসি

উইনিং বোনাস নিয়ে ফারুক বলেছেন, 'ছেলেদের মতো মেয়েদেরও উইনিং বোনাস চালু করছি আমরা। এটা নতুন জিনিস। এটা হবে র‌্যাঙ্কিংভিত্তিক পদ্ধতিতে। তারা যদি শীর্ষ তিন র‌্যাঙ্কিংধারী দলকে হারায়, তাদের জন্য হবে একটি নির্দিষ্ট পরিমাণ বোনাস এবং যদি চার, পাঁচ ও ছয় নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা দলকে হারায়, তাহলে অঙ্কটা ভিন্ন হবে। ছেলে ও মেয়েদের ক্ষেত্রে বোনাস (টাকার অঙ্ক) ভিন্ন হবে, কিন্তু তারা (মেয়েরা) বোনাস পাবে।'


কদিন আগেই যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। সেই দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের আর্থিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বিসিবি। এ প্রসঙ্গে ফারুক বলেন, 'এছাড়া, সিদ্ধান্ত হয়েছে যে এশিয়া কাপজয়ী দলের ক্রিকেটারসহ প্রত্যেক সদস্যকে আমরা ৩ লাখ টাকা করে প্রাইজমানি দেব।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball