অলরাউন্ডার হতে চান ফাহাদ, আইডল স্টার্ক-হার্দিক

এনসিএল টি-টোয়েন্টি
অলরাউন্ডার হতে চান ফাহাদ, আইডল স্টার্ক-হার্দিক
আল ফাহাদ, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সিলেট বিভাগ থেকে এক ঝাঁক পেসার উঠে এসেছে সাম্প্রতিক সময়ে। আবু জায়েদ রাহী থেকে শুরু করে ইবাদত হোসেন, তানজিম হাসান সাকিবরা খেলছেন জাতীয় দলে। বাংলাদেশের পাইপলাইনেও রয়েছেন সিলেটের অনেক পেসার। তবে তাদের মধ্যেই আলো কেড়েছেন আল ফাহাদ।

এই পেসার যুব এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দলের অংশ। এই টুর্নামেন্টে ১২ উইকেট নিয়ে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার তিনি। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেট নিয়ে একাই দলটিকে ধসিয়ে দিয়েছিলেন তিনি। টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে সবার উপরে ছিলেন বাংলাদেশের আরেক পেসার ইকবাল হোসেন ইমন। চলতি এনসিএল টি-টোয়েন্টিতে খেলেছেন একটি ম্যাচ। ঢাকা মেট্রোর বিপক্ষে সেই ম্যাচে শিকার করেছেন একটি উইকেটও।

এই পেসার সিলেটে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। দেশি ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম তার আদর্শ হলেও বিদেশিদের মধ্যে অনুসরণ করেন মিচেল স্টার্ক ও হার্দিক পান্ডিয়াকে। এ প্রসঙ্গে ফাহাদ বলেছেন, 'দেশের ভেতরে তাসকিন ভাই ও মুশফিক ভাইকে ভালো লাগে। আর দেশের বাইরে মিচেল স্টার্ক ও হার্দিক পান্ডিয়াকে ভালো লাগে।'

এখন তার পরিচয় শুধু বোলার হলেও নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি। ফাহাদ বলেন, 'স্বপ্ন বিশ্বমানের ক্রিকেটার হওয়া। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে চাই। ব্যক্তিগতভাবে বিশ্ব মানের ক্রিকেটার হতে চাই। আমি বোলার কিন্তু আমার ব্যাটিং স্কিলও আছে। এশিয়া কাপে ভালো শুরু করতে পারিনি। কিন্তু ইচ্ছে আছে এগুলো নিয়ে কাজ করার। অবশ্যই নিজেকে অলরাউন্ডার হিসেবে দেখতে চাই। ব্যাটিং নিয়ে কাজ করছি। সামনেও কাজ করবো।'

এই তরুণ পেসারের ধারণা ভৌগলিক কারণেই সিলেটের ক্রিকেটারদের পেসার হওয়ার ঝোঁক বেশি। এমনকি অ্যাকাডেমী পর্যায় থেকেই ক্রিকেটাররা নিজেদের পেসার হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। এই ব্যাপারটি ব্যাখ্যা করে ফাহাদ বলেন, 'সিলেট বা মৌলভীবাজারের যারা আছে তাদের পেস বোলিংয়ের ওপর আগ্রহ কাজ করে। নতুন অনেক পেসার উঠে আসছে। আমরা যখন অ্যাকাডেমীতে ভর্তি হই তখন ১০ জনের মধ্যে ৬-৭ জনই পেস বোলার হতে চায়। এজন্যই হয়তো সিলেট থেকে পেস বোলার উঠে আসছে।'

আরো পড়ুন: এনসিএল