promotional_ad

বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে তাসকিন, হাসানের উন্নতি ৩৮ ধাপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজে হাসিখুশি বাংলাদেশ দল, ফাইল ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ঘরের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল টাইগাররা। আর এমন দিনে র‍্যাঙ্কিংয়েও সুখবর পেল বাংলাদেশ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মেহেদী হাসানদের উন্নতি হয়েছে।

promotional_ad

প্রথম ম্যাচে দুটি উইকেট নিয়েছিলেন তাসকিন। দ্বিতীয় ম্যাচে তার শিকার তিনটি উইকেট। এমন পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা ৬০৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ১৮ নম্বরে উঠেছেন তাসকিন।


এর আগে ২১ নম্বরে ছিলেন বাংলাদেশের এই পেসার। সিরিজে এখন পর্যন্ত অনবদ্য বোলিং করেছেন শেখ মেহেদী। প্রথম ম্যাচে চার উইকেটের পর দ্বিতীয় ম্যাচে তিনি নেন দুটি উইকেট। এবার ৯০ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন তিনি।  


এই সিরিজে না থাকা মুস্তাফিজুর রহমানের অবশ্য অবনমন হয়েছে। দুই ধাপ পিছিয়ে ১৯ নম্বরে নেমে গেছেন এই পেসার। আর তাই বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষস্থানে আছেন কেবল তাসকিনই।


promotional_ad

৫৩১ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ৩৮ নম্বর স্থানেই আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এক ধাপ পিছিয়ে ৬১ নম্বরে স্থানে আছেন তানজিম হাসান সাকিব। দারুণ পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার নুয়ান থুশারার সঙ্গে যৌথভাবে ৪৭তম স্থানে আছেন হাসান মাহমুদ। এখন পর্যন্ত সিরিজে তার প্রাপ্তি তিন উইকেট।


ব্যাটারদের মধ্যে বাংলাদেশি হিসেবে শীর্ষে আছেন তাওহীদ হৃদয়। যদিও এই সিরিজে খেলা হয়নি তার। যার কারণে ছয় ধাপ নেমে ট্রিস্টান স্টাবসের সঙ্গে যৌথভাবে ২৯ নম্বরে আছেন তিনি। সিরিজে এখন পর্যন্ত সেভাবে কিছু না করতে পারা লিটন দাস দুই ধাপ পিছিয়ে আছেন ৪৬ নম্বরে। 


বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে দারুণ পারফর্ম করেছেন আকিল হোসেন। দুই ম্যাচে তিনটি উইকেট নিয়েছেন এই স্পিনার। তিন ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন আকিল। পেছনে ফেলেছেন তিনি যথাক্রমে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার তিন লেগ স্পিনার আদিল রশিদ (দ্বিতীয়), ওয়ানিন্দু হাসারাঙ্গা (তৃতীয়) ও অ্যাডাম জাম্পাকে (চতুর্থ)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball