১ বছর পর ওয়ানডে দলে রাবাদা, ফিরলেন বাভুমা-মিলার
ছবি: কাগিসো রাবাদা, সংগৃহীত
আগামী ১৭ ডিসেম্বর পার্লে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। আর ১৯ ও ২২ ডিসেম্বর সিরিজের শেষ দুই ম্যাচ হবে যথাক্রমে কেপ টাউন ও জোহানেসবার্গে। প্রোটিয়ারা সর্বশেষ ওয়ানডে খেলেছে চলতি বছরের অক্টোবরে। সেই দল থেকে ৯টি পরিবর্তন আনা হয়েছে।
আগেই জানা গেছে পাকিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না এনরিখ নরকিয়ার। তার পায়ের বৃদ্ধাঙ্গুলি ভেঙে গেছে। এ কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি। দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশভ মহারাজ ও তাবরাইজ শামসি।
এদিকে মাফাকা প্রোটিয়া দলে একেবারে নতুন নয়। সাউথ আফ্রিকার হয়ে এরই মধ্যে খেলে ফেলেছেন চারটি টি-টোয়েন্টি। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ২১ উইকেট নিয়ে হয়েছিল টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি।
সাউথ আফ্রিকার ওয়ানডে দল-
টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, কিউনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, আন্দিলে ফেহলুকায়ো, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি ও রাসি ভ্যান ডার ডাসেন।