১১ জানুয়ারি পিএসএলের ড্রাফট
ছবি: এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হতে পারে পিএসএলের এবারের আসর
ক্রিকেটীয় মান, প্রচারণা কিংবা বিদেশি ক্রিকেটারদের উপস্থিতিতে সবশেষ কয়েক বছরে সবার নজর কেড়েছে পিএসএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের সঙ্গে খানিকটা সময় সাংঘর্ষিক হলেও বিদেশি ক্রিকেটার পেতে খুব বেশি সমস্যা হতো না পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের। তবে আইপিএলের সময়ে পিএসএল আয়োজনে তারকা বিদেশি ক্রিকেটার পেতে বিপাকে পড়তে হতে পারে তাদের।
পিএসএল খেলতে কাউন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেন ভিন্স
১৫ জানুয়ারি ২৫সবশেষ কয়েক আসরে আফগানিস্তানের রশিদ খান, নূর আহমেদ, রহমানুল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি, ইংল্যান্ডের ফিল সল্ট, অস্ট্রেলিয়ার টিম ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনীল নারিন, শিমরন হেটমায়ার, সাউথ আফ্রিকার ডেভিড মিলার, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো ক্রিকেটাররা পিএসএলে খেলেছেন। পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে থাকায় তাকে পাওয়া যাবে না।
বাকিরা সবাই দল পেয়েছেন আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। ফলে তারকা ক্রিকেটার না পাওয়ার শঙ্কা তৈরি হচ্ছে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের মনে। এমন অবস্থায় আইপিএলের এবারের মেগা নিলামে দল না পাওয়া বিদেশিদের উপর ভরসা করছেন তারা। ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, আকিল হোসেন, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা আলো ছড়াতে পারেন ড্রাফটে।
আইপিএলের সূচিতে পরিবর্তন এনেছে বিসিসিআই
১৩ জানুয়ারি ২৫পিএসএলের ড্রাফটে কারা আছেন তা এখন পর্যন্ত প্রকাশ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে তাদের সবাই পিএসএলে খেলতে আগ্রহী সেটা বলার সুযোগ নেই। কদিন আগে ইংল্যান্ড জানিয়েছে, আইপিএলের বাইরের অন্য কোন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য ছেড়ে দেয়া হবে না দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটারদের। যা নিয়ে আইনি লড়াইয়ে যেতে পারেন ইংলিশ ক্রিকেটাররা।
আগামী বছরের ২৯ মে শুরু হবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট। যা পিএসএলের আসছে মৌসুমের সঙ্গে সাংঘর্ষিক হবে না। তবে ৪ এপ্রিল শুরু হতে যাওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপে থাকা ক্রিকেটারদের সমস্যায় পড়তে হবে। এদিকে এপ্রিল-মে মাসে সরিয়ে নেয়ায় রমজান মাসে পিএসএল খেলতে হবে না বাবর আজমদের। ২০২৬ সাল থেকে আরও দুটি দল যুক্ত হবে টুর্নামেন্টের উইন্ডো বড় করতে হবে পিসিবি। আইপিএলের সময়ে আয়োজন করতে তা সহজ হবে তাদের জন্য।