promotional_ad

১১ জানুয়ারি পিএসএলের ড্রাফট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হতে পারে পিএসএলের এবারের আসর
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সাধারণত মাঠে গড়ায় বছরের শুরুর দিকে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তবে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পিএসএলের আগামী মৌসুম হবে এপ্রিল-মে মাসে। একই সময়ে মাঠে গড়ায় আইপিএলে। ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম হয়ে গেলেও পিএসএলের আসছে মৌসুমের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি।

promotional_ad

ক্রিকেটীয় মান, প্রচারণা কিংবা বিদেশি ক্রিকেটারদের উপস্থিতিতে সবশেষ কয়েক বছরে সবার নজর কেড়েছে পিএসএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের সঙ্গে খানিকটা সময় সাংঘর্ষিক হলেও বিদেশি ক্রিকেটার পেতে খুব বেশি সমস্যা হতো না পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের। তবে আইপিএলের সময়ে পিএসএল আয়োজনে তারকা বিদেশি ক্রিকেটার পেতে বিপাকে পড়তে হতে পারে তাদের।


সবশেষ কয়েক আসরে আফগানিস্তানের রশিদ খান, নূর আহমেদ, রহমানুল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি,   ইংল্যান্ডের ফিল সল্ট, অস্ট্রেলিয়ার টিম ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনীল নারিন, শিমরন হেটমায়ার, সাউথ আফ্রিকার ডেভিড মিলার, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো ক্রিকেটাররা পিএসএলে খেলেছেন। পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে থাকায় তাকে পাওয়া যাবে না।


promotional_ad

বাকিরা সবাই দল পেয়েছেন আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। ফলে তারকা ক্রিকেটার না পাওয়ার শঙ্কা তৈরি হচ্ছে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের মনে। এমন অবস্থায় আইপিএলের এবারের মেগা নিলামে দল না পাওয়া বিদেশিদের উপর ভরসা করছেন তারা। ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, আকিল হোসেন, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা আলো ছড়াতে পারেন ড্রাফটে। 


পিএসএলের ড্রাফটে কারা আছেন তা এখন পর্যন্ত প্রকাশ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে তাদের সবাই পিএসএলে খেলতে আগ্রহী সেটা বলার সুযোগ নেই। কদিন আগে ইংল্যান্ড জানিয়েছে, আইপিএলের বাইরের অন্য কোন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য ছেড়ে দেয়া হবে না দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটারদের। যা নিয়ে আইনি লড়াইয়ে যেতে পারেন ইংলিশ ক্রিকেটাররা। 


আগামী বছরের ২৯ মে শুরু হবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট। যা পিএসএলের আসছে মৌসুমের সঙ্গে সাংঘর্ষিক হবে না। তবে ৪ এপ্রিল শুরু হতে যাওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপে থাকা ক্রিকেটারদের সমস্যায় পড়তে হবে। এদিকে এপ্রিল-মে মাসে সরিয়ে নেয়ায় রমজান মাসে পিএসএল খেলতে হবে না বাবর আজমদের। ২০২৬ সাল থেকে আরও দুটি দল যুক্ত হবে টুর্নামেন্টের উইন্ডো বড় করতে হবে পিসিবি। আইপিএলের সময়ে আয়োজন করতে তা সহজ হবে তাদের জন্য।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball