বৃথা গেল রাব্বির ৭৭ রানের ইনিংস, বরিশালের হার

ছবি: ক্রিকফ্রেঞ্জি

বড় লক্ষ্যে খেলতে নেমে একেবারেই ভালো শুরু পায়নি বরিশাল। তারা ১৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারায়। এর মধ্যে মইনুল ইসলাম ফেরেন শূন্য রানে। আর আব্দুল মজিদের ব্যাট থেকে আসে ৯ রান। এরপর মইন খান আউট হয়েছেন ৫ রান করে।
জাতীয় লিগে বিদেশি ক্রিকেটারের ভাবনায় বিসিবি
২৭ জুলাই ২৫
যদিও একপ্রান্ত আগলে রেখে ৫২ বলে ৭৭ রানের ইনিংস খেলেছেন ফজলে মাহমুদ রাব্বি। এরপর আহরার আমিনের ১৯ ও সোহাগ গাজীর অপরাজিত ৪০ ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। বরিশালের এই তিন ব্যাটারই পেয়েছেন দুই অঙ্কের দেখা।
এর ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। মেট্রোর বোলারদের মধ্যে সর্বচ্চো ৩টি উইকেট নেন রাকিবুল হাসান। আর একটি করে উইকেট পেয়েছেন আবু হায়দার রনি, আলিস আল ইসলাম, শহিদুল ইসলাম ও আনিসুল ইসলাম।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন মেট্রোর ব্যাটাররা। দলটির দুই ওপেনারই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ৫৩ রান করেন ইমরানউজ্জামান। আর নাইম শেখের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের অর্থ মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের দেবে বিসিবি
২৪ জুলাই ২৫
এরপর তাহজিবুল ইসলামের ৩৬ ও আনিসুল আর রনি ১৫ করে করলে বড় সংগ্রহ পেয়ে যায় মেট্রো। বরিশালের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নেনে মেহেদী হাসান, আর একটি করে উইকেট যায় রুয়েল মিয়া ও গাজীর ঝুলিতে।