promotional_ad

আম্পায়ারের সঙ্গে অশালীন আচরণ করায় জোসেফের শাস্তি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
সেন্ট কিটস অ্যান্ড নেভিসে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আইসিসির আচরণবিধির ধারা-১ লঙ্ঘনের দায়ে আলজারি জোসেফকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওয়েস্ট ইন্ডিজের এই পেসারকে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

promotional_ad

আইসিসির কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের অনুচ্ছেদ ২.৩ লঙ্ঘন করেছেন জোসেফ। যা মূলত 'প্রকাশ না করার মতো অশালীন ব্যবহার' এর সাথে সম্পর্কিত।
 আর্থিক জরিমানার পাশাপাশি জোসেফকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি।


আরো পড়ুন

ক্যারিবিয়ানদের হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জিইয়ে রাখল বাংলাদেশ

১ মিনিট আগে
ক্যারিবিয়ানদের হারিয়ে বাংলাদেশের উল্লাস, ফাইল ফটো

এটি ছিল গত ২৪ মাসের মধ্যে এই পেসারের করা প্রথম অপরাধ। সেদিন মুল ঘটনাটি ঘটেছিল ম্যাচ শুরুর আগে। ম্যাচের চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট জোসেফকে তার স্পাইকযুক্ত জুতা নিয়ে উইকেটে পা রাখতে মানা করেছিলেন।



promotional_ad

তখনই চতুর্থ আম্পায়ারের সাথে আপত্তিকর এবং অশালীন ভাষা ব্যবহার করেছিলেন জোসেফ। মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা এবং লেসলি রেইফার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ব্র্যাথওয়েট মিলে রেফারির কাছে অভিযোগ জানান।


ম্যাচ শেষে রেফারির কাছে জোসেফ নিজের অপরাধ স্বীকার করেন, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। যখন কোনো ক্রিকেটার ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্টে পৌঁছায়, তখন সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং একজন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়।



দুটি সাসপেনশন পয়েন্ট পেলে সেই ক্রিকেটার একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি থেকে নিষেধাজ্ঞা পান। নিষেধাজ্ঞার ঘোষণার পর সেই ক্রিকেটারের জন্য প্রথমে যে ফরম্যাটের খেলা আসে, সেখান থেকেই তার শাস্তি কার্যকর হয়। ২৪ মাস পর এই ডিমেরিট পয়েন্ট কাটা পড়বে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball