বিপিএলের এনওসি পেলেন ফাহিম, অপেক্ষায় আরও ১২ জন

ছবি: সংগৃহীত

বিপিএলের সবশেষ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলার কথা ছিল মোহাম্মদ হারিসের। বাংলাদেশে এসে চট্টগ্রামের টিম হোটেলে উঠলেও পিসিবির অনাপত্তি পত্র না পাওয়ায় টুর্নামেন্ট চলাকালীন পাকিস্তানে ফিরে যেতে হয়েছিল তরুণ এই ওপেনারকে। বিপিএলের এবারের মৌসুমেও এমন কিছু দেখা যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে এমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
বিপিএলে এর চেয়ে ভালো উইকেটে খেলেছি: ফাহিম আশরাফ
২২ জুলাই ২৫
সেটার একটা বড় উদাহরণ হতে পারে কেবল মাত্র ফাহিম আশরাফের এনওসি পাওয়া। বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে এখন পর্যন্ত ১৩ ক্রিকেটারের দল পাওয়ার খবর নিশ্চিত হয়েছে। যেখানে অলরাউন্ডার ফাহিম এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে পুরো মৌসুম খেলবেন তিনি। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন পাকিস্তানের আরও ২ ক্রিকেটার। যেখানে খান জাহানদাদের সঙ্গে আছেন আরেক পেসার আলী মোহাম্মদ।

ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা রয়েছে সাইম আইয়ুবের। রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলা খুশদিল শাহও খেলবেন বিপিএলে একই দলের হয়ে। সঙ্গে আছেন পাকিস্তানি পেসার আকিফ জাভেদ ও অলরাউন্ডার ইফতিখার আহমেদ। চিটাগং কিংসে আছেন আরও তিন পাকিস্তানি। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হায়দার আলী ও উসমান খান। খুলনা টাইগার্সের দুই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নাওয়াজ ও মোহাম্মদ হাসনাইন। এর বাইরে পাকিস্তানের দুই ক্রিকেটার মোহাম্মদ হারিস ও ফখর জামানের সঙ্গে আলোচনা চলছে দুর্বার রাজশাহীর।
দ্য হান্ড্রেডে খেলবেন অশ্বিন, আছে বিপিএলে আসার সম্ভাবনাও
২৭ আগস্ট ২৫
বিপিএলে একজনকে এনওসি দিলেও লঙ্কা টি-টেন সুপার লিগের জন্য ছেড়ে দেয়া হয়েছে আসিফ আলী, উমর আকমল, ইমরান খান সিনিয়র ও মোহাম্মদ আমিরকে। এ দিকে এত এত ক্রিকেটারের মাঝে মাত্র একজনের এনওসি পাওয়া বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। যদিও এখনও তাদের এনওসি পাওয়ার সময় শেষ হয়ে যায়নি। বিপিএল খেলার জন্য পাকিস্তানের কজন এনওসি পান সেটা দেখতে অপেক্ষা করতে হতে পারে আরও দিন দশেক।