promotional_ad

রুটের ৩৬তম সেঞ্চুরির দিনে অনায়াস জয়ে সিরিজ ইংল্যান্ডের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
দ্বিতীয় দিনে ৫৩৩ রানের বিশাল লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ে নেয় ইংল্যান্ড। তৃতীয় দিন যেন ছিল কেবলই আনুষ্ঠানিকতা। জো রুটের সেঞ্চুরির দিনে সেই আনুষ্ঠানিকতা সহজেই শেষ করল সফরকারীরা। শেষ ইনিংসে নিউজিল্যান্ডকে ২৫৯ রানে অলআউট করে ম্যাচটি ৩২৩ রানে জিতে নিয়েছে ইংল্যান্ড। এমন জয়ে তিন টেস্টের সিরিজে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজও জিতেছে বেন স্টোকসের দল।

promotional_ad

আগের দিন জো রুট অপরাজিত ছিলেন ৭৩ রানে, স্টোকস ৩৫ রানে। এ দিন রুটের সেঞ্চুরি এবং স্টোকসের হাফ সেঞ্চুরি ছিল প্রত্যাশিতই। রুটের ৩৬তম সেঞ্চুরি পূরণ হলেও স্টোকসের আফ সেঞ্চুরি আর পূরণ হয়নি।


আরো পড়ুন

টি-টোয়েন্টি শুরুর একদিন আগেই ইংল্যান্ডের একাদশ ঘোষণা

১৭ ঘন্টা আগে
অনুশীলনে ফুরফুরে মেজাজে ইংল্যান্ড দল, ফাইল ফটো

ব্যক্তিগত ১০৬ রানে বিদায় নেন রুট। উইলিয়াম ও'রুর্কির বলে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের মুঠোয় ক্যাচ দেয়ার আগে ইনিংসে ১১টি চার মারেন তিনি। রুট ফেরার সময় স্টোকস ছিলেন ৪২ বলে ৪৯ রানে।


রুট ফেরার পর আর উইকেটে থাকেননি স্টোকস। ছয় উইকেটে ইংল্যান্ড ৪২৭ রানে থাকার সময় ইনিংস ঘোষণা দেন তিনি। নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৫৮৩ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দশ ওভারেই ছন্নছাড়া হয়ে যায় কিউইদের ব্যাটিং লাইনআপ।



promotional_ad

৩৩ রান তুলতেই তিন উইকেট হারায় দলটি। তৃতীয় ওভারের প্রথম বলেই ডেভন কনওয়ে বোল্ড হন ক্রিস ওকসের বলে। চতুর্থ ওভারে ওকসের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন কেন উইলিয়ামসন।


আরো পড়ুন

অভিনব উপায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

১২ জানুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড স্কোয়াড, ফাইল ফটো

তারপর ব্রাইডন কার্স তুলে নেন অধিনায়ক টম ল্যাথামকে। এরপর দলীয় ১৪১ রানের মধ্যে আরও তিনটি উইকেট হারায় কিউইরা। সপ্তম উইকেটে ৯৬ রানের জুটি গড়েন টম ব্লান্ডেল ও নাথান স্মিথ। ঝড়ো ব্যাটিংয়ে ব্লান্ডেল ৯৬ বলে সেঞ্চুরি ছুঁয়ে আউট হন।


তার ব্যাটে আসে ১০২ বলে ১১৫ রান। ইনিংসে ছিল পাঁচটি ছয় ও ১৩টি চার। এরপর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ২.২ ওভার বল করে মাত্র পাঁচ রান খরচায় তিন উইকেট তুলে নিলে ২৫৯ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ২০০৮ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের প্রথম সিরিজ জয় এটি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball