বাংলাদেশকে তিন ম্যাচেই হারাতে চান হোপ
ছবি: সংগৃহীত
সেন্ট কিটসে রবিবার দুই দলের আরেকটা সিরিজ শুরু হচ্ছে। এর আগে আবারও আলোচনায় দুই দলের পরিসংখ্যান। সিরিজ শুরুর আগে বাংলাদেশকে সমীহ করলেও ৩-০ ব্যবধানেই সিরিজ জিততে চান বলে জানালেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ।
ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'আমি এখন বলতে পারব না ফলাফলের ব্যাপারে। আমরা জানি ক্রিকেট একটি নির্দিষ্ট দিনের খেলা। যে কেউ নির্দিষ্ট মুহূর্তে ভালো খেলে ম্যাচ জিততে পারে। অবশ্যই সবাই জিততে চায়। আমরাও তিনট ম্যাচেই জিততে চাই। একইভাবে বাংলাদেশও জিততে চাইবে। কেউ কাউকে ছেড়ে দেবে না। আমাদের দিক থেকে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং নিজেদের কাজটা করতে হবে।'
সেন্ট কিটসের উইকেট রান প্রসবা সেটা সবারই জানা। তবে এই মাঠে বাংলাদেশকে ৩৫০ রান করতে দেবে না ওয়েস্ট ইন্ডিজ। বাস্তবতার কথা মনে করিয়ে দিয়ে হোপ জানিয়েছেন এই মাঠে ২২৫ রানও হয়। ফলাফল নিয়ে আগেই ভাবতে চান না তিনি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করেই সিরিজ জিততে চান তারা।
হোপ বলেন, 'আশা করছি আমরা তাদের ব্যাটিংয়ে পাঠাতে পারব। কিন্তু আমরা তাদের ৩৫০ করতে দেব না। আমরা এই ভেন্যুর ইতিহাস জানি। সেখানে সব সময় ৩৫০ হবে না। ২২৫ রানের উইকেটও হতে পারে। আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করব।'
শুধু সাম্প্রতিক ফলাফলই নয় র্যাঙ্কিংয়েও এগিয়ে আছে বাংলাদেশ। ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে মেহেদী হাসান মিরাজের দল আর ১২ পয়েন্ট কম নিয়ে দশে ওয়েস্ট ইন্ডিজ। হোপ চান র্যাঙ্কিংয়ে উপরে থাকা বাংলাদেশকে হারাতে। প্রায় আড়াই বছর আগে সর্বশেষ সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই বদলার আভাস দিয়ে রাখলে ক্যারিবীয় অধিনায়ক।
হোপ বলেন, 'আমি বাংলাদেশের ব্যাপারটা বলতে পারবো না। আমি জানি না তাদের মধ্যে কি চলছে (আত্মবিশ্বাসের ব্যাপারে)। আমরা মোমেন্টামটা ধরতে চেষ্টা করব। সেই সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে চেষ্টা করব। আমরা তাদের দিকে খুব বেশি মনোযোগ দিচ্ছি না। আমরা আমাদের নিয়ে ভাবছি। তারা আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে। কয়েক বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলছে। তারা শক্তিশালী দল। তাদের বিপক্ষে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।'