promotional_ad

বাংলাদেশকে তিন ম্যাচেই হারাতে চান হোপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে বাংলাদেশ সর্বশেষ হেরেছিল ২০১৮ সালের ডিসেম্বরে, মিরপুরে। এরপর থেকেই ক্যারিবীয়দের কাছে প্রায় অপরাজেয় দল হয়ে উঠেছে বাংলাদেশ। ঘরে বাইরে মিলিয়ে টানা চারটি সিরিজ জিতেছে বাংলাদেশ এই সময়ের মধ্যে।

promotional_ad

সেন্ট কিটসে রবিবার দুই দলের আরেকটা সিরিজ শুরু হচ্ছে। এর আগে আবারও আলোচনায় দুই দলের পরিসংখ্যান। সিরিজ শুরুর আগে বাংলাদেশকে সমীহ করলেও ৩-০ ব্যবধানেই সিরিজ জিততে চান বলে জানালেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ।


আরো পড়ুন

ক্যারিবিয়ানদের হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জিইয়ে রাখল বাংলাদেশ

৯ মিনিট আগে
ক্যারিবিয়ানদের হারিয়ে বাংলাদেশের উল্লাস, ফাইল ফটো

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'আমি এখন বলতে পারব না ফলাফলের ব্যাপারে। আমরা জানি ক্রিকেট একটি নির্দিষ্ট দিনের খেলা। যে কেউ নির্দিষ্ট মুহূর্তে ভালো খেলে ম্যাচ জিততে পারে। অবশ্যই সবাই জিততে চায়। আমরাও তিনট ম্যাচেই জিততে চাই। একইভাবে বাংলাদেশও জিততে চাইবে।  কেউ কাউকে ছেড়ে দেবে না। আমাদের দিক থেকে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং নিজেদের কাজটা করতে হবে।'


সেন্ট কিটসের উইকেট রান প্রসবা সেটা সবারই জানা। তবে এই মাঠে বাংলাদেশকে ৩৫০ রান করতে দেবে না ওয়েস্ট ইন্ডিজ। বাস্তবতার কথা মনে করিয়ে দিয়ে হোপ জানিয়েছেন এই মাঠে ২২৫ রানও হয়। ফলাফল নিয়ে আগেই ভাবতে চান না তিনি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করেই সিরিজ জিততে চান তারা।



promotional_ad

হোপ বলেন, 'আশা করছি আমরা তাদের ব্যাটিংয়ে পাঠাতে পারব। কিন্তু আমরা তাদের ৩৫০ করতে দেব না। আমরা এই ভেন্যুর ইতিহাস জানি। সেখানে সব সময় ৩৫০ হবে না। ২২৫ রানের উইকেটও হতে পারে। আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করব।'


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও জাঙ্গু

২৪ ডিসেম্বর ২৪
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও আমির জাঙ্গু, ফাইল ফটো

শুধু সাম্প্রতিক ফলাফলই নয় র‍্যাঙ্কিংয়েও এগিয়ে আছে বাংলাদেশ।  ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে মেহেদী হাসান মিরাজের দল আর ১২ পয়েন্ট কম নিয়ে দশে ওয়েস্ট ইন্ডিজ। হোপ চান র‍্যাঙ্কিংয়ে উপরে থাকা বাংলাদেশকে হারাতে। প্রায় আড়াই বছর আগে সর্বশেষ সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই বদলার আভাস দিয়ে রাখলে ক্যারিবীয় অধিনায়ক।


হোপ বলেন, 'আমি বাংলাদেশের ব্যাপারটা বলতে পারবো না। আমি জানি না তাদের মধ্যে কি চলছে (আত্মবিশ্বাসের ব্যাপারে)। আমরা মোমেন্টামটা ধরতে চেষ্টা করব। সেই সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে চেষ্টা করব। আমরা তাদের দিকে খুব বেশি মনোযোগ দিচ্ছি না। আমরা আমাদের নিয়ে ভাবছি। তারা আমাদের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আছে। কয়েক বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলছে। তারা শক্তিশালী দল। তাদের বিপক্ষে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।'
 




 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball