promotional_ad

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন হেটমায়ার, বদলি আথানেজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
বাধ্য হয়েই একদিন আগেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে দুটি পরিবর্তন এনেছিল ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে আসন্ন এই সিরিজে খেলা হচ্ছে না ম্যাথু ফোর্ড ও শামার জোসেফের। এই দুই ক্রিকেটারের বদলি হিসেবে সুযোগ পান মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডস।

promotional_ad

এবার জানা গেছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা ব্যাটার শিমরন হেটমায়ার। তার পরিবর্তে অ্যালিক আথানেজকে দলে নিয়েছে ক্যারিবীয়রা। নিজেদের অফিশিয়াল এক্সে একটি পোস্টের মাধ্যমে তারা বিষয়টি নিশ্চিত করেছে।


জানা গেছে হেটমায়ার শারীরিক অসুস্থতায় ভুগছেন। এ কারণেই এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এদিকে হেটমায়ারের বদলি হিসেবে সুযোগ পাওয়া আথানেজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২টি ওয়ানডে খেলেছেন।


promotional_ad

ব্যাট হাতে করেছেন ২৯৯ রান। করেছেন দুটি হাফ সেঞ্চুরিও। ব্যাট হাতে ওয়ানডেতে তার সেরা ইনিংসটি ৬৬ রানের। আথানেজ সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ওয়ানডে খেলেছেন ক্যারিবীয়দের হয়ে। 


ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল-


শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রস্টন চেজ, জাস্টিন গ্রেভস, অ্যালিক আথানেজ, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুড়াকেশ মোতি, শারফানে রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball