বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন হেটমায়ার, বদলি আথানেজ
ছবি: সংগৃহীত
এবার জানা গেছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা ব্যাটার শিমরন হেটমায়ার। তার পরিবর্তে অ্যালিক আথানেজকে দলে নিয়েছে ক্যারিবীয়রা। নিজেদের অফিশিয়াল এক্সে একটি পোস্টের মাধ্যমে তারা বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে হেটমায়ার শারীরিক অসুস্থতায় ভুগছেন। এ কারণেই এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এদিকে হেটমায়ারের বদলি হিসেবে সুযোগ পাওয়া আথানেজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২টি ওয়ানডে খেলেছেন।
ব্যাট হাতে করেছেন ২৯৯ রান। করেছেন দুটি হাফ সেঞ্চুরিও। ব্যাট হাতে ওয়ানডেতে তার সেরা ইনিংসটি ৬৬ রানের। আথানেজ সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ওয়ানডে খেলেছেন ক্যারিবীয়দের হয়ে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল-
শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রস্টন চেজ, জাস্টিন গ্রেভস, অ্যালিক আথানেজ, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুড়াকেশ মোতি, শারফানে রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।