promotional_ad

ভেরেইনার সেঞ্চুরির পর লড়ছে শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
গেবেখা টেস্টের প্রথম দিনেই লড়াই চালু রেখেছিল সাউথ আফ্রিকা। দারুণ এক সেঞ্চুরিতে দ্বিতীয় দিন সেই লড়াইকে পরিপক্বতা দান করলেন কাইল ভেরেইনা। তার অসাধারণ ইনিংসে ৩৫৮ রানে থামে সাউথ আফ্রিকার ইনিংস। জবাবে তিন উইকেটে ২৪২ রান তোলে শ্রীলঙ্কা। এখনও ১১৬ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

promotional_ad

লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে সাত উইকেটে ২৬৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে সাউথ আফ্রিকা। দিনের শুরুতেই ফিরে যান কেশভ মহারাজ। ২৬৯ রানে আট উইকেট হারানো দলটিকে পথ দেখানোর দায়িত্ব দেন ভেরেইনা।


শেষ দুই সঙ্গীকে নিয়ে স্কোরবোর্ডে আরও ৮৯ রান যোগ করেন এই উইকেটরক্ষক ব্যাটার। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিও তুলে নেন তিনি। ১৩৩ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় ১০৫ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার।


শেষদিকে ৪০ বলে ২৩ রান করে তাকে উপযুক্ত সঙ্গ দেন কাগিসো রাবাদা। হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে মাত্র ৩৭ বল খেলেন ভেরেইনা! আর শেষ ব্যাটার ডেন প্যাটারসনের ব্যাটে আসে দশ বলে নয় রান।


promotional_ad

ডারবানে প্রথম টেস্টে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দিয়েছিলেন মার্কো জানসেন। এই ম্যাচে অবশ্য একেবারেই নির্লিপ্ত তিনি। ৭৫ রান দিলেও উইকেট পাননি তিনি। প্রোটিয়াদের উইকেট লঙ্কান ইনিংসের তিনটি নেন রাবাদা, মহারাজ ও প্যাটারসন।


ওপেনিং জুটিতে ৪১ রান তোলে শ্রীলঙ্কা। ওপেনার দিমুথ করুনারত্নে রাবাদার বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে বিদায় নিলে এই জুটি ভাঙে। এরপর দ্বিতীয় উইকেটে দিনেশ চান্দিমালকে নিয়ে ১০৯ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা।


চান্দিমালও ব্যক্তিগত ৪৪ রানে থাকতে প্যাটারসনের বলে উইকেটরক্ষক ভেরেইনাকে ক্যাচ দিয়ে ফিরে যান। তৃতীয় ব্যাটার হিসেবে নিশাঙ্কা ফিরে যান দলীয় ১৯৯ রানে। এই ওপেনার ১১ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি মিস করেন। মহারাজের বলে বোল্ড হয়ে নিশাঙ্কা ফিরে হয়ে যাওয়ার পর লঙ্কানদের ব্যাটিংয়ের হাল ধরেছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস (৪০*) ও কামিন্দু মেন্ডিস (৩০*)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball