promotional_ad

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের নেতৃত্বে ক্লাসেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ চলমান থাকায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক এইডেন মার্করামকে পাচ্ছে না সাউথ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার একদিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। মূলত ব্যস্ত সূচির কারণেই নিয়মিত অধিনায়ককে বিশ্রাম দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

promotional_ad

আসন্ন এই সিরিজে প্রোটিয়া দলকে নেতৃত্ব দেবেন হেইনরিখ ক্লাসেন।  এর ফলে দীর্ঘ ৩ বছর পর টি-টোয়েন্টিতে আবারও অধিনায়কত্ব করতে দেখা যাবে তাকে। পাকিস্তানের বিপক্ষেই ২০২১ সালে প্রোটিয়াদের টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছিলেন ক্লাসেন। 


আরো পড়ুন

নরকিয়া-এনগিডিকে ফিরিয়ে সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

১৩ জানুয়ারি ২৫
ট্রফির সঙ্গে লুঙ্গি এনগিডি, ফাইল ফটো

পাকিস্তানের বিপক্ষে সিরিজে রাখা হয়নি টেস্ট দলে থাকা মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও ট্রিস্টান স্টাবসের মতো ক্রিকেটারদের। দলে ফিরেছেন পেসার আনরিখ নরকিয়া, চায়নাম্যান তাবরাইজ শামসি ও অলরাউন্ডার জর্জ লিন্ডে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন নরকিয়া-শামসি।


আর ২০২১ সালের জুলাইয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন লিন্ডে। তার জাতীয় দলে ফেরাটা অবধারিতই ছিল। কারণ ঘরোয়া টুর্নামেন্ট টি-টোয়েন্টি চ্যালেঞ্জে দারুণ পারফর্ম করেছেন তিনি। ১৪ ম্যাচেই তিনি সংগ্রহ করেছেন ১৭১ রান। পাশাপাশি নিয়েছেন ৯টি উইকেটও।



promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দলের সঙ্গে যোগ দেবেন ম্যাথু ব্রিটজকে, কিউনা মাফাকা ও রায়ান রিকেলটন। এদিকে পাকিস্তান ও সাউথ আফ্রিকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ ডিসেম্বর ডারবানে। আর বাকি দুই ম্যাচ যথাক্রমে হবে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই তাদের শেষ সিরিজ। 


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে ভারতের আপত্তি!

৪ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ও ভারতের জার্সি, বিসিসিআই

সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড-


হেনরিখ ক্লাসেন (অধিনায়ক), ওটেনিল বার্টম্যান, ম্যাথিউ ব্রিটজকে, ডনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, প্যাটট্রিক ক্রুগার জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, ডেভিড মিলার, এনরিখ নরকিয়া, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, আনদিলে সিমেলেন ও রাসি ভ্যান ডার ডুসেন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball