দুইয়ে ফিরলেন ব্রুক, প্রথমবার সেরা দশে জানসেন
ছবি: সংগৃহীত
টেস্টের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন ব্রুক। আর ১৯ ধাপ এগিয়ে ৯ নম্বরে জায়গা পেয়েছেন জানসেন। কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে ৩ ছক্কা ও ১৫ চারে ১৭১ রানের ইনিংস খেলেছেন ব্রুক। টেস্টে এটি তার সপ্তম সেঞ্চুরি। এমন পারফরম্যান্সেই কেন উইলিয়ামসন ও ইয়াশভি জায়সাওয়ালকে পেছনে ফেলেছেন তিনি।
১৬ ধাপ এগোলেন তাসকিন, ২৪ ধাপ জাকের
৩ ডিসেম্বর ২৪এদিকে জানসেন শ্রীলঙ্কাকে ৪২ রানে গুটিয়ে দেয়ার পথে ৭ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে আরও শিকার করেন ৪ উইকেট। এর ফলে লম্বা লাফ দিয়েছেন তিনি। উইলিয়ামস আগের মতোই তিন নম্বরে আছেন। তিনি ইংলিশদের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছেন। দুই ইনিংসেই পেয়েছেন হাফ সেঞ্চুরি। প্রথম ইনিংসে ৯৩ রানের পর ৬১ রানের ইনিংস খেলেন তিনি। দুই ধাপ নিচে নেমে গেছেন জায়সাওয়াল। পাঁচ নম্বরে আছেন ড্যারিল মিচেল।
ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে শূন্যরানে আউট হয়েছেন জো রুট। এরপর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে শীর্ষস্থান ধরে রেখেছেন রুট। তার নামের পাশে রয়েছে ৮৯৫। যদিও ৮৫৪ রেটিং নিয়ে তার কাঁধে নিঃশ্বাস নিচ্ছেন ব্রুক।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষজে ২৩৩ রানের জয়ের ম্যাচে সেঞ্চুরি তুলে নেয়া দুই ব্যাটার টেম্বা বাভুমা ও ট্রিস্টান স্টাবস দারুণ উন্নতি করেছেন। ১৪ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা দশম স্থানে আছেন বাভুমা। আর স্টাবস ২৯ ধাপ এগিয়ে ৪২ নম্বরে জায়গা করে নিয়েছেন। দুই ধাপ এগিয়েছেন লঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস। তিনি ৭ নম্বরে উঠে এসেছেন। আর এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে আছে ধনঞ্জয়া ডি সিলভা।