promotional_ad

দুইয়ে ফিরলেন ব্রুক, প্রথমবার সেরা দশে জানসেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন হ্যারি ব্রুক। এমন পারফরম্যান্সের সুবাদে র‍্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন এই ইংলিশ ব্যাটার। টেস্টের ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে ফিরেছেন তিনি। আর শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করে প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন প্রোটিয়া পেসার মার্কো জানসেন।

promotional_ad

টেস্টের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন ব্রুক। আর ১৯ ধাপ এগিয়ে ৯ নম্বরে জায়গা পেয়েছেন জানসেন। কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে ৩ ছক্কা ও ১৫ চারে ১৭১ রানের ইনিংস খেলেছেন ব্রুক। টেস্টে এটি তার সপ্তম সেঞ্চুরি। এমন পারফরম্যান্সেই কেন উইলিয়ামসন ও ইয়াশভি জায়সাওয়ালকে পেছনে ফেলেছেন তিনি।


আরো পড়ুন

১৬ ধাপ এগোলেন তাসকিন, ২৪ ধাপ জাকের

৩ ডিসেম্বর ২৪
সংগৃহীত

এদিকে জানসেন শ্রীলঙ্কাকে ৪২ রানে গুটিয়ে দেয়ার পথে ৭ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে আরও শিকার করেন ৪ উইকেট। এর ফলে লম্বা লাফ দিয়েছেন তিনি। উইলিয়ামস আগের মতোই তিন নম্বরে আছেন। তিনি ইংলিশদের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছেন। দুই ইনিংসেই পেয়েছেন হাফ সেঞ্চুরি। প্রথম ইনিংসে ৯৩ রানের পর ৬১ রানের ইনিংস খেলেন তিনি। দুই ধাপ নিচে নেমে গেছেন জায়সাওয়াল। পাঁচ নম্বরে আছেন ড্যারিল মিচেল।



promotional_ad

ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে শূন্যরানে আউট হয়েছেন জো রুট। এরপর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে শীর্ষস্থান ধরে রেখেছেন রুট। তার নামের পাশে রয়েছে ৮৯৫। যদিও ৮৫৪ রেটিং নিয়ে তার কাঁধে নিঃশ্বাস নিচ্ছেন ব্রুক।


এদিকে শ্রীলঙ্কার বিপক্ষজে ২৩৩ রানের জয়ের ম্যাচে সেঞ্চুরি তুলে নেয়া দুই ব্যাটার টেম্বা বাভুমা ও ট্রিস্টান স্টাবস দারুণ উন্নতি করেছেন। ১৪ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা দশম স্থানে আছেন বাভুমা। আর স্টাবস ২৯ ধাপ এগিয়ে ৪২ নম্বরে জায়গা করে নিয়েছেন। দুই ধাপ এগিয়েছেন লঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস। তিনি ৭ নম্বরে উঠে এসেছেন। আর এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে আছে ধনঞ্জয়া ডি সিলভা।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball