শেষদিনের রোমাঞ্চে রংপুর-খুলনার ম্যাচ ড্র

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগে সাত ম্যাচে দুটি জয় ও চারটি ড্র'তে ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করেছে রংপুর। সমান ম্যাচে খুলনার জয় দুটি, ড্র চারটি, পয়েন্ট ২৪। শেষ দিন খুলনার হয়ে ৩৯ রান করেন অমিত মজুমদার।
প্রথমবারের মতো এনসিএলে ময়মনসিংহ বিভাগ
৯ আগস্ট ২৫
শেখ পারভেজ রহমানের ব্যাটে আসে অপরাজিত ৩১ রান। মুকিদুল ইসলাম মুগ্ধ নেন তিনটি উইকেট। রান তাড়ার সময় একপর্যায়ে অবশ্য রংপুরকে চেপে ধরে খুলনা। পরে ঘুরে দাঁড়ায় রংপুর। ৭ উইকেটে ২৪২ রান নিয়ে দিন শেষ করে তারা।

মূলত মেহেদি হাসানের তোপে ১০২ রান তুলতেই ছয় উইকেট হারায় রংপুর। তারপর নবিন ইসলাম ও তানবির হায়দারের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। সপ্তম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
৩২ রান করে নবিন ফিরে গেলে ম্যাচ জমে ওঠে। সেই সময় দিনের খেলা এক ঘণ্টার বেশি বাকি ছিল। যদিও পরের সময়টায় আরিফুল হককে নিয়ে বীরত্ব দেখান তানবির। অবিচ্ছিন্ন জুটিতে ৮১ রান তোলেন এই দুজন।
ফ্লাডলাইট জ্বালিয়ে কয়েক ওভার খেলাও হয়। কিন্তু ফলাফল আসেনি। আটটি চারে ১৩৩ বলে ৭৮ রান করে অপরাজিত ছিলেন তানবির। সাতটি চার ও একটি ছক্কায় ৫২ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন আরিফুল। খুলনার হয়ে ৪ উইকেট নেন মেহেদি। প্রথম ইনিংসে খুলনা করে ২৪৪ রান, জবাবে রংপুর করে ১৩৩ রান।