promotional_ad

বুমরাহকে সামাল দিতে পারবেন ম্যাকসুয়েনি, বিশ্বাস ক্লার্কের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন পরেই ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামছে অস্ট্রেলিয়া। এই সিরিজে অজিদের গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। সেটা সবারই জানা জানা। বুমরাহর বিপক্ষে ওপেনার ন্যাথান ম্যাকসুয়েনি বড় পার্থক্য গড়ে দিতে পারেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।


ডেভিড ওয়ার্নারের অবসরের পর থেকেই উসমান খাওয়াজার ওপেনিং সঙ্গী নিয়ে বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। তবে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খাওয়াজার সঙ্গে ম্যাকসুয়েনিকেই নামতে দেখা যাবে। এরই মধ্যে তার নাম ঘোষণা করেছে অজিরা। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লার্ক তাকে নিয়ে বেশ আশাবাদী।



promotional_ad

তিনি বলেছেন, 'যখন বল মুভ করবে তখন সে খুব ভালো জায়গায় চলে যেতে পারে, সামনের পায়ে সে খুব ভালো বল ছাড়তে পারে, সে খুব সোজা থাকতে পারে। সে ভারসাম্য রাখতে পারে যেটা এলবিডব্লিউ থেকে তাকে বাঁচাতে পারে বুমরাহর বলে। টেকনিক্যালি ওপেনিং, ওয়ানডাউন এমনকি চারেও সে খেলতে পারে। কোন ব্যাপার না। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে সে তিনে খেলে।'


অস্ট্রেলিয়ার ওপেনার হওয়ার দৌড়ে ছিলেন একঝাঁক ব্যাটার। এর মধ্যে বেশি আলোচনায় ছিলেন স্যাম কনস্টাস, ক্যামেরন বেনক্রফট, মার্কাস হ্যারিস ও ম্যাকসুয়েনি। এরমধ্যে কনস্টাস ও বেনক্রফট গত দুই মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েছেন। এক্ষেত্রে ম্যাকসুয়েনি বেশ পিছিয়েই ছিলেন।


কারণ তিনি খেলতেন মূলত মিডল অর্ডার ব্যাটার হিসেবে। তবে নির্বাচকরা তাকেই ওপেনিংয়ের জন্য যোগ্য হিসেবে বিবেচনা করেছেন। নির্বাচকদের এই সিদ্ধান্তকেও প্রশংসায় ভাসিয়েছেন ক্লার্ক। বিশেষ করে টেকনিক্যালি তাকে খুব ভালো ব্যাটার মনে হচ্ছে এই বিশ্বকাপ জয়ী অধিনায়কের।



তিনি বলেছেন, 'আমি ভারত 'এ' দলের বিপক্ষে অস্ট্রেলিয়া 'এ' দলের ম্যাচ দেখেছি কারণ গত কিছু দিন ওপেনিং স্পট নিয়ে অনেক আলোচনা চলছিল। আমি সেরা চারজনকে দেখেছি (স্যাম) কনস্টাস, (ক্যামেরন)ব্যানক্রফট, (মার্কাস) হ্যারিস এবং (ন্যাথান) ম্যাকসুয়েনি। টেকনিক্যালি আমার মনে হয়েছে সে (ম্যাকসুয়েনি) খুব প্রখর। আমি মনে করি সে ওপেন করতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball