promotional_ad

তিলকের সেঞ্চুরিতে এগিয়ে গেল ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য: রোহিত

৩০ মার্চ ২৫
দুই শিরোপা হাতে রোহিত শর্মা

সেঞ্চুরিয়নে তিলক ভার্মার সেঞ্চুরিতে সাউথ আফ্রিকাকে ১১ রানে হারিয়েছে ভারত। এই জয়ে চার ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সূর্যকুমার যাদবের দল। ম্যাচটিতে নতুন এক বিশ্বরেকর্ড গড়ে ভারত।


টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি বার ২০০ বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ড গড়ল সফরকারীরা। প্রথমে ব্যাট করে ভারত তোলে ৬ উইকেটে ২১৯ রান। বছরে এ নিয়ে অষ্টমবারের মতো দুইশ বা তার বেশি রান করল ভারত, যা বিশ্বরেকর্ড।


সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকানো সাঞ্জু স্যামসন দ্বিতীয় ম্যাচের মতো এই ম্যাচেও ডাক মারেন। তাকে বোল্ড করে ফেরান মার্কো ইয়ানসেন। এরপর অভিষেক শর্মার সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন তিলক।



promotional_ad

২৪ বলে হাফ সেঞ্চুরি পেয়ে ২৫তম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক। ইনিংসে ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কার মার। তিলক হাফ সেঞ্চুরি তোলেন ৩২ বলে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত।


আরো পড়ুন

টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য হ্যাম্পশায়ারে ব্রেভিস

২৮ মার্চ ২৫
ফাইল ছবি

যদিও একপাশ দিয়ে রান বাড়িয়ে যাচ্ছিলেন তিলক। সূর্যকুমার (১), হার্দিক পান্ডিয়া (১৮) ও রিঙ্কু সিং'রা (৮) ব্যর্থ হলেও রান বাড়িয়ে যাচ্ছিলেন তিলক। শেষ পর্যন্ত তার অপরাজিত সেঞ্চুরিতে বিশাল লক্ষ্য দাঁড় করায় ভারত।


৫৬ বলে আটটি চার ও সাতটি ছক্কায় ১০৭ রানে অপরাজিত থাকেন তিলক। সাউথ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন অ্যান্ডিলে সিমলেন ও কেশভ মহারাজ। এ দিন ভারতের ১৯ রানই অতিরিক্তর খাতা থেকে এসেছে। এর মধ্যে প্রোটিয়ারা দশটি ওয়াইড বল দিয়েছে!


লক্ষ্য তাড়া করতে নেমে সাউথ আফ্রিকার ইনিংস থামে সাত উইকেটে ২০৮ রানে। আগ্রাসী সূচনার পরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। সাউথ আফ্রিকার হয়ে ১৭ বলে ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেছেন ইয়ানসেন।



এর মধ্যে হার্দিকের করা ১৯তম ওভারে দুই ছক্কা ও তিন চারসহ ২৬ রান তুলে নেন। ২২ বলে ৪১ রানের ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন। ভারতের হয়ে ৩৭ রানে তিন উইকেট নেন আর্শদিপ সিং। ৫৪ রানে দুই উইকেট নেন বরুণ চক্রবর্তী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball