promotional_ad

রাবাদা-স্যান্টনারকে হারিয়ে আইসিসির মাসসেরা নোমান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বছরখানেকের বেশি সময় টেস্টের বাইরে ছিলেন নোমান আলী। ১৪ মাস পর পাকিস্তানের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেই ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ২০ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। এমন পারফরম্যান্সে কাগিসো রাবাদা ও মিচেল স্যান্টনারকে হারিয়ে অক্টোবরের মাসসেরা ক্রিকেটার হয়েছেন নোমান।


এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৩ মাস পর পাকিস্তানের কোন ক্রিকেটার আইসিসির মাসসেরা হলেন। সবশেষ ২০২৩ সালের আগষ্টে এমন স্বীকৃতি পেয়েছিলেন বাবর আজম। ইংলিশদের হারিয়ে এমন স্বীকৃতি পাওয়া পাকিস্তানের ১৩ মাসের অপেক্ষা ফুরিয়েছে।



promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচশর বেশি রান করলেও ইনিংস ব্যবধানে হারতে হয় পাকিস্তানকে। এমন হারের পর নিজেদের পরিকল্পনা বদল আনে তারা। নতুন নির্বাচক কমিটি দায়িত্ব নিয়েই একাদশে খেলার সুযোগ করে দেন দুই স্পিনার নোমান ও সাজিদ খানকে। তারা দুজনে মিলেই মুলতানে হওয়া দ্বিতীয় টেস্টে ইংলিশদের ধসিয়ে দিয়েছেন। নোমান ও সাজিদ মিলে নিয়েছিলেন ২০ উইকেট।


যেখানে ১৪৭ রান খরচায় ১১ উইকেট নিয়েছিলেন নোমান। সিরিজের শেষ টেস্টেও পাকিস্তানের জয়ের নায়ক ছিলেন তারা দুজন। রাওয়ালপিন্ডিকে ইংল্যান্ডকে ২৯৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল স্বাগতিকরা। দুই স্পিনারের বিপক্ষে পেরে উঠতে পারেননি জো রুট, বেন স্টোকসরা। পুরো ম্যাচে ১৩৯ রানে ৯ উইকেট নিয়েছেন নোমান। ফলে ২০২১ সালের পর ঘরের মাঠে সিরিজ জেতে পাকিস্তান।


মেয়েদের ক্রিকেটে মাসসেরা হয়েছেন অ্যামেলিয়া কার। সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন করতে ব্যাটে-বলে অবদান রেখেছেন তিনি। ব্যাটিংয়ে ১৩৫ রান করা কিউই অলরাউন্ডার অফ লেগ স্পিনে নিয়েছেন ১৫ উইকেট। এমন পারফরম্যান্সে সাউথ আফ্রিকার লরা উলভার্ট এবং ওয়েস্ট ইন্ডিজের দেওয়ান্দ্রা ডটিনকে হারিয়ে অক্টোবরের সেরা হয়েছেন অ্যামেলিয়া।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball