promotional_ad

২২ বছর পর অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। অধিনায়ক হিসেবে দুর্দান্ত সূচনা পেলেন মোহাম্মদ রিজওয়ান। এর আগে ২০০২ সালে অস্ট্রেলিয়ায় সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতে পাকিস্তান। এবারের মতো সেবারও দলটি জিতে ২-১ ব্যবধানে।


সিরিজ নির্ধারণী ‘ফাইনাল’ ম্যাচে অজিদের মাত্র ১৪০ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে এর আগে ওয়ানডেতে কখনই এতো কম রান করেনি অস্ট্রেলিয়া। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফদের বোলিংয়ের সামনে এ দিন যেন চোখে সরষে ফুল দেখে অস্ট্রেলিয়ার ব্যাটাররা।


লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৮৪ রান তোলেন সাইম আইয়ুব এবং আবদুল্লাহ শফিক। তবে ৮৫ রানের মধ্যে দুই ওপেনারকেই ফেরান ল্যান্স মরিস। ১৮তম ওভারে বোলিংয়ে এসে শফিক এবং সাইমকে ফেরান তিনি।


promotional_ad

কট এন্ড বোল্ড হওয়ার আগে ৫৩ বলে ৩৭ রান আসে শফিকের ব্যাটে। সেই ওভারের শেষ বলে বোল্ড হন সাইম। ৫২ বলে ৪২ রান করে ফিরে যান এই ওপেনার। তারপর ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাবর আজম ও রিজওয়ান। ৩০ বলে ২৮ রানে অপরাজিত থাকেন বাবর। ২৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।


আরো পড়ুন

নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে

১৮ এপ্রিল ২৫
আইসিসি

পার্থ ক্রিকেট স্টেডিয়ামে এ দিন একাদশে ৫টি পরিবর্তন নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলার জন্য এই ম্যাচে বিশ্রামে কাটান অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথসহ অনেকেই।


নতুন অধিনায়ক জস ইংলিসের নেতৃত্বে দলে সুযোগ পাওয়া কোপার কনোলি , মার্কাস স্টইনিস, শন অ্যাবট, স্পেন্সার জনসন ও ল্যান্স মরিসরা কেউই সেভাবে জ্বলে উঠতে পারেননি। টস হেরে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের চার পেসারের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া।


মাত্র ৮৮ রানে ছয় উইকেট হারায় অজিরা। ৯ বলে সাত রান করা জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে বিদায় করেন নাসিম। ১৩ বলে ১২ রান করা অ্যারন হার্ডিকে বিদায় করেন আফ্রিদি। অধিনায়ক ইংলিসও কিছু করতে পারেননি। ১৯ বলে রান করে নাসিমের বলে ম্যাকগার্কের মতোই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান।


৩০ বলে ২২ রান করা ওপেনার ম্যাথু শর্টকে ফেরান হারিস। ১৬ বলে ৭ রান করে রিটায়ার্ড হার্ট হন কনোলি। অষ্টম উইকেটে অ্যাডাম জাম্পাকে সঙ্গে ৩০ রানের জুটি করে অস্ট্রেলিয়ার স্কোর ১০০ পার করেন শন অ্যাবট। ২২ বলে ১৩ রান করে জাম্পা আউট হন নাসিমের বলে।


তারপর নবম উইকেটে স্পেন্সার জনসনকে নিয়ে ২২ রানের জুটি করে অস্ট্রেলিয়ার রান দেড়শ'র কাছাকাছি পৌঁছে দেন অ্যাবট। ৪১ বলে অস্ট্রেলিয়ার ইনিংসের সর্বোচ্চ ৩০ রান করেন ডানহাতি এই ব্যাটার। পেসার স্পেন্সার আউট হন ১২ রান করে। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন আফ্রিদি ও নাসিম। দুটি উইকেট নেন হারিস, একটি নেন হাসনাইন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball