promotional_ad

‘ডেড বল’ বিতর্কে স্কোরারের ভুল দেখছেন রনি

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মাহফুজুরের ৩৯ বলে ৮২ রানের ঝড় ছাপিয়ে ১ রানে জিতল মেট্রো

১৭ ডিসেম্বর ২৪
মাহফুজুর রহমান রাব্বি (বামে), ম্যাচসেরা আবু হায়দার রনি (ডানে), ক্রিকফ্রেঞ্জি

ইমার্জিং এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে বাঁচামরার ম্যাচে আম্পায়ারের ডাকা 'ডেড বল' বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন পেসার আবু হায়দার রনি। ম্যাচটির স্কোরারের ভুলে এমনটা হয়েছে বলে মনে করেন এই বোলিং অলরাউন্ডার।


সেই ম্যাচে বাংলাদেশের ওপেনারদের দারুণ শুরুর পর মিডল অর্ডারের ব্যর্থতার কারণে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে জয়ের পথে নিয়ে আসেন রনি। দারুণ ব্যাটিং নৈপুণ্যে ম্যাচ জমিয়ে তোলেন এই বোলিং অলরাউন্ডার।



promotional_ad

জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ১৮ বলে ৩৭ রানের। বল হাতে ছুটছিলেন ইশান মালিঙ্গা। ডেলিভারির ঠিক আগ মুহূর্তে 'ডেড বল' ডাকলেন আম্পায়ার। কিন্তু ডেলিভারির পর সেই বলকে লং অফ দিয়ে ছক্কা হাঁকান রনি।


মাঠের বাইরে থাকা বাংলাদেশ দলের অন্যান্য ক্রিকেটারদের মতো রনিও তা মানতে পারছিলেন না। মাঠের বাইরে তেতে ওঠেন আকবর আলীও। চতুর্থ আম্পায়ারের কাছে চলে যান দলটির অধিনায়ক। খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ।


তবে প্রতিবাদ করেও আম্পায়ারের সিদ্ধান্তেও বদল আসেনি। পালটে যায় পুরো ম্যাচের চিত্র। মোমেন্টাম হারিয়ে ফেলেন দারুণ ছন্দে থাকা রনি। এরপর আর কোন বড় শটই খেলতে পারেননি তিনি। বাংলাদেশ ম্যাচটা হারে ১৯ রানে। আসর থেকেই ছিটকে যায় দলটি।



এই বিতর্ক নিয়ে ক্রিকফ্রেঞ্জিকে রনি বলেন, 'মেইন আম্পায়ারকে আমি জিগ্যেস করলাম কিসের জন্য ডেড বল দিয়েছেন? তো উনি বলল যে স্কোরার নাকি কোনোভাবে জার্সি নাম্বার মিস করেছে। আমি যতটুক জানি, বা যেসব আন্তর্জাতিক মানের আম্পায়ার আমাদের আছে বা যাদের সাথে কথা বলেছি স্কোরারের আসলে কোনও অধিকার নেই আম্পায়ারকে বল করার সময় ওয়াকিটকি বা কোনও মাধ্যমে কোনও বার্তা পাঠানো।'


'এটা যদি হয় তাহলে নো বল হবে। তবে কোনোভাবেই ডেড বল হবে না। আম্পায়ারদের সিদ্ধান্তটাই আমাদের মেনে নিতে হয় সবসময়। আম্পায়ার যেহেতু ডেড বল দিয়ে দিয়েছে, কিছু করার ছিল না। আমার কাছে মনে হয় ওটা একটা টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball