promotional_ad

আইসিসির সেপ্টেম্বরের সেরা কামিন্দু মেন্ডিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

টানা দুই সেঞ্চুরিতে আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা হওয়ার তালিকায় জায়গা পেয়েছিলেন কামিন্দু মেন্ডিস। বাঁহাতি ব্যাটারের সঙ্গে কিউইদের হারানোর আরেক নায়ক প্রবাথ জয়াসুরিয়াও পেয়েছিলেন মনোনয়ন। শ্রীলঙ্কার এই দুজনের সঙ্গে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। শেষপর্যন্ত আইসিসির মাসসেরার পুরষ্কার জিতলেন কামিন্দু।


বাংলাদেশের বিপক্ষে দুই সেঞ্চুরিতে স্বপ্নের মতো বছরটা শুরু করেন কামিন্দু। সেপ্টেম্বরে ৪ টেস্ট খেলা বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার ৯০.২০ গড়ে ৪৫১ রান করেছেন। যেখানে জয় পাওয়া ওভাল টেস্টে হাফ সেঞ্চুরি এবং নিউজিল্যান্ডের সঙ্গে দুই টেস্টেই সেঞ্চুরির দেখা পান।


প্রথম ক্রিকেটের হিসেবে অভিষেকের পর ৮ টেস্টের প্রতি ইনিংসেই পঞ্চাশ পেরুনো ইনিংস খেলেছেন তিনি। ৭৫ বছরের ইতিহাসে দ্রুততম হাজার রানের রেকর্ডও গড়েছেন ২৬ বছর বয়সী ব্যাটার।



promotional_ad

সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার পর তিনি বলেন, 'আমি আবারও আইসিসি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হতে পেরে গর্বিত। এমন স্বীকৃতি আমার জন্য অনেক আনন্দ এবং গর্বের কারণ হয়। কারণ, আমি বিশ্বাস করি যে খেলোয়াড় হওয়ার জন্য যে সমস্ত কঠোর পরিশ্রম আমি করেছি, আজ তা প্রতিফলিত হতে শুরু করেছে এবং বৈশ্বিক পর্যায়ে ধারাবাহিকভাবে স্বীকৃত হচ্ছে।


'এই স্বীকৃতি আমাকে ক্রিকেটের মাঠে ভালো করতে এবং আরও বড় অর্জনের আকাঙ্ক্ষার জন্য আরও শক্তি দেবে। এইভাবে আমার দলকে ম্যাচ জিততে অনুপ্রাণিত করবে। এটা আমাদের দেশের গৌরব বাড়াবে এবং আমাদের ভক্তদের জন্য আনন্দ এনে দেবে।"


কিউইদের বিপক্ষে জয়ের আরেক নায়ক জয়াসুরিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে হারলেও ৩ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার। গলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। যেখানে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে বড় অবদান রেখেছিলেন।


দ্বিতীয় টেস্টেও ৯ উইকেট নিয়েছিলেন জয়াসুরিয়া। প্রথম ইনিংসে ৪২ রান খরচায় ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে একশর আগে গুটিয়ে দিতে অবদান রাখেন। এমন পারফরম্যান্সে মাসসেরার জন্য মনোনয়ন পান বাঁহাতি স্পিনার। এর আগে ২০২২ সালের জুলাইয়ে মাসসেরার পুরস্কার পেয়েছিলেন জয়াসুরিয়া।



লঙ্কান দুই ক্রিকেটারের সঙ্গে মাসসেরার তালিকায় ছিলেন হেড। সেপ্টেম্বরে স্কটল্যান্ড এবং ইংল্যান্ড সফরে ব্যাট হাতে ৪৩০ রান করার পাশাপাশি বল হাতে নেন ৬ উইকেট। ইংলিশদের বিপক্ষে ১৫৪ রানের একটি ইনিংসও খেলেছিলেন নটিংহ্যামে। এ ছাড়া ব্রিস্টলে ডানহাতি স্পিনে ৪ উইকেট নিয়ে অজিদের জয় এনে দিয়েছিলেন। গত বছরের নভেম্বরে আইসিসির মাসসেরা হয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা এই ব্যাটার।


মেয়েদের ক্রিকেটে মাসসেরার জন্য মনোনয়ন পেয়েছিলেন ট্যামি বেমাউন্ট, অ্যামি ম্যাগুয়ের এবং এশা ওজা। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ৫ ম্যাচে ২৭৯ রান করেছেন বেমাউন্ট। নারী বিভাগে মাসসেরার পুরষ্কার দেয়া হয়েছে এই ক্রিকেটারকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball