promotional_ad

কানপুরে খেলবেন সাকিব, শঙ্কা উড়িয়ে দিলেন হাথুরুসিংহে

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চেন্নাই টেস্ট চলাকালীন সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে উঠেছিল প্রশ্ন। এমনকি টেস্ট শেষে নির্বাচক হান্নান সরকারও জানিয়েছিলেন, বল করার সময় আঙুলে চোট পেয়ে ব্যথা অনুভব করেছেন এই অলরাউন্ডার। এমনকি সাকিবকে নাকি রাখা হয়েছে পর্যবেক্ষণেও। তবে কানপুরে গিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, দলের সাকিবকে নিয়ে কোন শঙ্কা নেই।


চেন্নাই টেস্টে ব্যাটে রান পেলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন সাকিব। প্রথম ইনিংসে ৩২ রান করে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন তিনি, দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে করেন ২৫ রান। তবে সব ছাপিয়ে বেশী আলোচনা হয় তার বোলিং নিয়ে।



promotional_ad

কারণ চেন্নাইতে বল হাতে সক্রিয় দেখা যায়নি সাকিবকে। দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বল করে উইকেট শূন্য ছিলেন তিনি। সাকিব খেলার মতন ফিট আছেন কিনা এই নিয়ে শুরু হয় প্রশ্ন। ধারাভাষ্যকার মুরালি কার্তিক সাকিবের আঙুলের চোটের খবর দিয়ে আলোচনা উস্কে দেন।


যদিও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানায়, সাকিব শতভাগ ফিট হয়েই খেলতে নেমেছেন। চেন্নাই টেস্টের পর গণমাধ্যমকে হান্নান বলেন, 'কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি। বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে।'


বুধবার দলের অনুশীলন শেষে গণমাধ্যমে হাথুরুসিংহে জানান, সাকিবের চোটের ব্যাপারে তিনি অবগত না। এই খেলোয়াড় পুরোপুরি ফিট আছেন বলেই তিনি নিশ্চিত হয়েছেন, ‘সাকিবের চোটের ব্যাপারে অফিশিয়ালি আমার কিছু জানা নেই। সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’



২৭ সেপ্টেম্বর কানুপুরে শুরু হতে যাওয়া টেস্টের উইকেট স্পিন সহায়ক হতে পারে বলে শোনা যাচ্ছে। সেরকম হলে ম্যাচে সাকিবের থাকবে বড় ভূমিকা। টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball